A
২০,০০০ টাকা
B
২৫,০০০ টাকা
C
৩০,০০০ টাকা
D
৩৫,০০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ (৫ × ২০) = ১০০ টাকা
সুদে আসলে = ১০০ + ১০০ = ২০০ টাকা
সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টাকা
∴ সুদাসল ৫০০০০ টাকা হলে আসল = (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা
∴ মূলধন ২৫০০০ টাকা।

0
Updated: 2 months ago