শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
A
শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি
B
সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
C
মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
D
আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
উত্তরের বিবরণ
আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।

0
Updated: 1 month ago
'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
Created: 3 weeks ago
A
প্রাচুর্য্য
B
প্রাচুর্য
C
প্রাচুর্যতা
D
প্রচুর
প্রচুর শব্দের বিশেষ্য রূপ হলো প্রাচুর্য।
-
প্রচুর (বিশেষণ)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্র + √চুর্ + অ
-
অর্থ: ঢের, পর্যাপ্ত
-
-
প্রাচুর্য (বিশেষ্য)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্রচুর + য
-
অর্থ: আধিক্য
-

0
Updated: 3 weeks ago
‘মাতঙ্গ’ কার সমার্থক?
Created: 2 weeks ago
A
হরিণ
B
ভুজঙ্গ
C
হাতি
D
অশ্ব
বাংলা ভাষায় প্রাচীন বা সংস্কৃত উৎসের অনেক শব্দ জীবজগত বা পশুপাখির নাম হিসেবে ব্যবহার হয়েছে।
-
শব্দ “মাতঙ্গ” সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ “হাতি”।
-
এছাড়া অন্যান্য বিকল্পগুলি:
-
হরিণ – মরিচিকা, শশক ইত্যাদি শব্দ দ্বারা বোঝানো হয়।
-
ভুজঙ্গ – সাপ বা সাপজাতীয় প্রাণী।
-
অশ্ব – ঘোড়া।
-
সুতরাং মাতঙ্গের সমার্থক শব্দ হাতি।

0
Updated: 2 weeks ago
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 3 weeks ago
A
দ, ত, থ
B
ব, প, ফ
C
ছ, শ, খ
D
জ, ঘ, হ
ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি
-
ঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় এমন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ
-
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ: জ, ঘ, হ
-
-
অঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম হয় এমন ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ
-
উৎস:

0
Updated: 3 weeks ago