A
সমস্যমান পদ
B
সমস্ত পদ
C
ব্যাস বাক্য
D
বিগ্রহ বাক্য
উত্তরের বিবরণ
ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহূত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য। সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে।
যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটি সমস্যমান পদ। সমস্ত পদ: সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত ফেরত’ পদটি সমস্ত পদ।

0
Updated: 1 day ago
'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
Created: 2 days ago
A
তৎপুরুষ
B
কর্মধারয়
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ সমাস
যখন পূর্বপদের “র/এর” বিভক্তি weg掉 (লুপ্ত) হয়ে পরের পদে যুক্ত হয়, তখন যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
🔹 যেমন:
-
পুষ্পের সৌরভ → পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
আরও কিছু উদাহরণ
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ারের ঘাট → খেয়াঘাট
এগুলো ছাড়াও জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্গত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
'সমাস' বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 weeks ago
A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
✅ রূপতত্ত্ব (Morphology)
১. রূপতত্ত্ব কী?
-
সংজ্ঞা: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে যে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তৈরি হয় তাকে রূপমূল (morpheme) বলা হয়।
-
কর্ম: রূপমূল একত্র হয়ে শব্দ গঠন করে।
-
তাই শব্দতত্ত্বকেই রূপতত্ত্ব বলা হয়।
২. রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
-
বচন (একবচন/বহুবচন)
-
লিঙ্গ (পুরুষ, নারী, নপুংসক)
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)
অর্থাৎ, রূপতত্ত্ব মূলত শব্দের গঠন ও ব্যুৎপত্তি নিয়ে কাজ করে।

0
Updated: 2 weeks ago
‘বীনাপানি’ কোন সমাস?
Created: 5 days ago
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 5 days ago