A
দোর্গা
B
দোর্গ
C
দূর্বল
D
দুরন্ত
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) দুরন্ত ✅
বাংলা ভাষায় অনেক শব্দের প্রচলিত রূপ থাকলেও সবগুলো শুদ্ধ নয়।
-
ক) দোর্গা ❌ → শুদ্ধ বানান হবে দরজা।
-
খ) দোর্গ ❌ → এরকম কোনো শুদ্ধ শব্দ নেই।
-
গ) দূর্বল ❌ → শুদ্ধ বানান হবে দুর্বল (এখানে "উ" নয়, "উ" স্বরবর্ণ ব্যবহার ভুল)।
-
ঘ) দুরন্ত ✅ → এটি শুদ্ধ বানান, অর্থ "অসংযত, অশান্ত, দুঃসাহসী"।
তাই শুদ্ধ বানান হলো দুরন্ত।

0
Updated: 1 day ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 5 days ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 5 days ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
সমীচীন
B
সমিচীন
C
সমীচিন
D
সমিচিন
শুদ্ধ বানান - সমীচীন।
• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
বিভিসীকা
B
বিভীষিকা
C
বীভিষিকা
D
বীভিষীকা
শুদ্ধ বানান: বিভীষিকা
পদ: বিশেষ্য
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
আতঙ্ক
-
ভীতিকর ঘটনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 months ago