একটি পত্রের প্রধান অংশ কয়টি?
A
তিনটি
B
চারটি
C
চারটি
D
দুইটি
উত্তরের বিবরণ
একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা: ১। বাইরের অংশ বা শিরোনাম ও ২। ভেতরের অংশ বা পত্রগর্ভ।

0
Updated: 1 month ago
কোন চরণটি সঠিক?
Created: 2 months ago
A
ধন ধান্যে পুষ্পে ভরা (ভুল উত্তর)
B
ধন্য ধান্যে পুষ্পে ভরা
C
ধণ্যে ধান্যে পুষ্প ভরা
D
ধন্যে ধান্য পুষ্পে ভরা
• 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' - গানটির রচয়িতা দ্বিজেন্দলাল রায়।

ধন ধান্য পুষ্প ভরা
-- দ্বিজেন্দ্রলাল রায়
"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।"
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'।

0
Updated: 2 months ago
শুদ্ধ বাক্য নয় কোনটি?
Created: 1 month ago
A
বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই।
B
ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
C
অকারণে ঋণ করিও না।
D
হয়তাে সােহমা আসতে পারে।
অশুদ্ধ বাক্য হলো: অকারণে ঋণ করিও না। এই বাক্যটি গুরুচণ্ডালী দোষে আক্রান্ত হওয়ার কারণে শব্দের যথাযথতা হারিয়েছে। এর শুদ্ধ রূপ হবে: অকারণে ঋণ করো না।
গুরুচণ্ডালী দোষ সম্পর্কিত তথ্যগুলো:
-
গুরুচণ্ডালী দোষ হলো তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের ব্যবহার থেকে যে ধরনের ভুল বা অশুদ্ধতা সৃষ্টি হয়।
-
কখনও কখনও তৎসম এবং দেশীয় শব্দের সংমিশ্রণ শব্দের যোগ্যতা নষ্ট করে এবং তা অশুদ্ধ বা অনুচিত হয়ে যায়।
-
উদাহরণ হিসেবে তৎসম শব্দগুলো হলো: গরুর গাড়ি, শবদাহ, মড়াপোড়া। এগুলোর গঠন এবং অর্থ সঠিক এবং কোনো সমস্যা নেই।
-
কিন্তু যদি তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দ মিশ্রিত করা হয়, যেমন: গরুর শকট, শবপোড়া, মড়াদাহ, তখন শব্দগুলো গুরুচণ্ডালী দোষে আক্রান্ত হয় এবং তাদের ব্যবহার অনুচিত হয়।

0
Updated: 1 month ago
“কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?
Created: 1 month ago
A
চারণকবি
B
সাপুড়ে
C
সুদখোর
D
কৃষিজীবী
কুসীদজীবী
-
শব্দের ব্যবহার: বিশেষ্য ও বিশেষণ উভয়ভাবে করা যায়।
-
উৎপত্তি: সংস্কৃত থেকে এসেছে।
-
অর্থ: যে ব্যক্তি সুদে টাকা ধার দেয়, অর্থাৎ সুদখোর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago