‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
A
যা কাঁচা তাই মিঠা
B
কাঁচা ও মিঠা
C
কাঁচা হয়েও মিঠা
D
কাঁচা যে মিঠা
উত্তরের বিবরণ
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা।

0
Updated: 1 month ago
"চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।" - নিম্নরেখ অংশটুকু কোন কারক?
Created: 1 month ago
A
কর্মকারক
B
করণ কারণ
C
সম্বন্ধ কারক
D
অপাদান কারক
করণ কারক
-
সংজ্ঞা: যে উপায়ে বা যার দ্বারা কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
-
চিহ্নিত করা হয় সাধারণত “দ্বারা, দিয়ে, কর্তৃক” ইত্যাদি অনুসর্গ দ্বারা।
উদাহরণ:
-
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
-
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
Created: 2 weeks ago
A
দাই
B
এয়ো
C
সারী
D
সধবা
‘সারী’ এর পুরুষবাচক শব্দ হলো ‘সারথি’। সারী সাধারণত নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যা রথচালিকা বা রথের সঙ্গিনী বোঝাতে ব্যবহৃত হয়। সারথি শব্দটি পুরুষবাচক, যা রথচালক বা রথের চালক বোঝায়।

0
Updated: 2 weeks ago
'প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য' কোন প্রত্যয় সাধিত শব্দ?
Created: 3 weeks ago
A
বাংলা কৃৎ প্রত্যয়
B
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
বাংলা ভাষায় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এর একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো "ষ্ণ্য", যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে বিশেষ্য ও বিশেষণ তৈরি করে। নিচে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো।
-
প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য → সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
-
ষ্ণ্য (ষ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহারের ক্ষেত্র:
-
অপত্যার্থে (বংশ বা সম্পর্ক বোঝাতে)
উদাহরণ: মনুঃ + ষ্ণ্য = মনুষ্য, জমদগ্নি + ষ্ণ্য = জামদগ্ন্য -
ভাবার্থে (অবস্থা বা গুণ প্রকাশে)
উদাহরণ: সুন্দর + ষ্ণ্য = সৌন্দর্য, শূর + ষ্ণ্য = শৌর্য, ধীর + ষ্ণ্য = ধৈর্য -
বিশেষণ গঠনে
উদাহরণ: পর্বত + ষ্ণ্য = পার্বত্য, বেদ + ষ্ণ্য = বৈদ্য
-
উৎস:

0
Updated: 3 weeks ago