প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
A
উপমান
B
রূপক
C
উপমেয়
D
উপমিত
উত্তরের বিবরণ
ত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এরূপ- তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, রক্তের ন্যায় লাল= রক্তলাল, চন্দনের মতো স্নিগ্ধ= চন্দনস্নিগ্ধ।

0
Updated: 1 month ago
‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
যা কাঁচা তাই মিঠা
B
কাঁচা ও মিঠা
C
কাঁচা হয়েও মিঠা
D
কাঁচা যে মিঠা
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা।

0
Updated: 1 month ago
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Created: 3 weeks ago
A
গান করা
B
পেয়ে বসা
C
গরম করা
D
উদয় হওয়া
‘পেয়ে বসা’ হলো একটি যৌগিক ক্রিয়ার উদাহরণ।
যৌগিক ক্রিয়া হলো এমন ক্রিয়া, যেখানে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি নতুন ক্রিয়া গঠন করে।
উদাহরণ—
-
এগিয়ে চলা
-
মরে যাওয়া
-
কমে আসা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
সংযোগ ক্রিয়া হলো সেই ক্রিয়া, যা বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে নির্দিষ্ট ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হয়।
উদাহরণ—
-
গরম করা
-
গান করা
-
উদয় হওয়া
-
ঠনঠন করা
(উৎস:

0
Updated: 3 weeks ago
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
তিন
B
তেহাই
C
তৃতীয়
D
তেসরা
বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যাশব্দ কোনো সংখ্যার ক্রমিক অবস্থান বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো মূলত তিন ধরনের ভাগে বিভক্ত।
-
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি
-
-
তারিখপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি
-
-
ভগ্নাংশপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: আধ, সাড়ে পোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি
-
-
ক্রমবাচক উদাহরণ: তিন
উৎস:

0
Updated: 3 weeks ago