‘সোম’ শব্দের অর্থ কী?
A
কান্তি
B
শৈল
C
মিত্র
D
বিধু
উত্তরের বিবরণ
'সোম' শব্দের অর্থ বিধু। সোম বিশেষ্য পদ যার অর্থ : বিধু, চন্দ্র; সপ্তাহের বারের নাম; বেদে বর্ণিত মাদক লতাবিশেষ।

0
Updated: 1 month ago
'মানস' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
জনগণ
B
নরম
C
মন
D
কল্যাণ
শব্দার্থক সংক্ষিপ্ত তালিকা
-
মানস → মন
-
আভরণ → অলঙ্কার
-
আভাষ → ভূমিকা বা আলাপ
-
সওগাত → উপঢৌকন; উপহার
-
অঙ্গনা → অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী; সুন্দর নারী
-
ললনা → নারী, কান্তা, পত্নী
-
আফতাব → সূর্য
-
বিবর → গহ্বর
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
Phoneme শব্দের অর্থ –
Created: 1 month ago
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 1 month ago
'গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?
Created: 3 weeks ago
A
নদী
B
স্রোত
C
ভেড়া
D
মশা
গড্ডল একটি বিশেষ্য পদ যা মূলত অর্বাচীন সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ও ব্যবহার নিচের মতো:
• অর্থ:
-
ভেড়া
-
মেষ
-
গাড়ল
• উল্লেখযোগ্য ব্যবহার:
-
'গড্ডলিকা প্রবাহ' বাগধারার অর্থ হলো অন্ধ অনুকরণ

0
Updated: 3 weeks ago