‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
বারীদ
B
পাথার
C
অটবি
D
সলিল
উত্তরের বিবরণ
মেঘ শব্দের সমার্থক শব্দ – বারীদ, পাথার - সমুদ্র, অটবি - বন, সলিল - জল।

0
Updated: 1 month ago
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বন'
Created: 4 weeks ago
A
সরোজ
B
কান্তার
C
পাদপ
D
অরবিন্দ
বন, পদ্ম ও বৃক্ষ শব্দগুলোর সমার্থক শব্দগুলো整理 করা হলো।
-
বন
-
সমার্থক শব্দ: অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী
-
-
পদ্ম
-
সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
-
-
বৃক্ষ
-
সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
-

0
Updated: 4 weeks ago
‘নন্দিনী’ -এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুন্দরী
B
নারী
C
রম্য
D
তনয়া
‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ:
দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।
অন্যদিকে,
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।
• ‘নারী’ শব্দের সমার্থক শব্দ:
দারা, ধনি, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুটুম
B
দীপ্তি
C
দৃষ্টি
D
উজ্জ্বল
অংশু মানে রশ্মি, আলো, দিপ্তী, কিরণ। অংশুমালী - সূর্য। অংশুমান্ - কিরণযুক্ত, দীপ্তিময়।

0
Updated: 1 month ago