হাতি শব্দের সমর্থক নয় কোনটি?
A
উরগ
B
কুঞ্জর
C
বারন
D
হস্তী
উত্তরের বিবরণ
হাতি শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল, ইরম্মদ, নগজ, করেণু, পিল, রদী, রদনী, মাকনা ।

0
Updated: 1 month ago
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 weeks ago
A
পাবক
B
অনিল
C
বহ্নি
D
বৈশ্বানর
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ হলো আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি। তবে অনিল এর অর্থ বাতাস, তাই এটি 'অগ্নি'র সমার্থক নয়।
অন্যদিকে, 'বাতাস' শব্দের সমার্থক শব্দ হলো বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
উৎস:

0
Updated: 3 weeks ago
‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
অদ্রি
C
কনক
D
অবনী
পৃথিবী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল, অখিল।

0
Updated: 1 month ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:

0
Updated: 4 weeks ago