A
তুর্কি
B
গুজরাটি
C
চীনা
D
পাঞ্জাবি
উত্তরের বিবরণ
'হরতাল' গুজরাটি শব্দ। এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।

0
Updated: 2 days ago
'হেসে ওঠা' কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
Created: 4 days ago
A
সরল ক্রিয়া
B
সংযােগ ক্রিয়া
C
যৌগিক ক্রিয়া
D
নাম ক্রিয়া
যৌগিক ক্রিয়া
-
সংজ্ঞা: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি একক ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
-
বেঁধে দেওয়া
-
বুঝে নেওয়া
-
বলে ফেলা
-
করে তোলা
-
চেপে রাখা
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 4 days ago
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
Created: 2 weeks ago
A
অনুলোম-প্রতিলোম
B
নশ্বর-শাশ্বত
C
গরিষ্ঠ-লঘিষ্ঠ
D
হৃষ্ট-পুষ্ট
বিপরীতার্থক শব্দ নয়- হৃষ্টপুষ্ট।
• হৃষ্টপুষ্ট (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মোটা,
- স্থূলকায়।
অন্যদিকে,
• ‘গরিষ্ঠ’ এর বিপরীতার্থক শব্দ - লঘিষ্ঠ।
• অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীতার্থক শব্দ - নশ্বর।
• অনুলোম শব্দের বিপরীতার্থক শব্দ - প্রতিলোম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 1 day ago
A
বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
B
বাক্য সংকোচনের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি।
অনেক সময় আবেগ প্রকাশ করি। কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।

0
Updated: 1 day ago