বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
A
দুইটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
উত্তরের বিবরণ
উৎপত্তিগত দিক দিয়ে শব্দের ৫টি বিভাজন হলো - তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি শব্দ।

0
Updated: 1 month ago
'কটক' শব্দের অর্থ -
Created: 4 weeks ago
A
কোমর
B
বক্রদৃষ্টি
C
হাতের অলংকার
D
বাতাস
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, কটক শব্দের অর্থ হলো হাতের অলংকার।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অনিল = বাতাস
-
কটি = কোমর
-
কটাক্ষ = বক্রদৃষ্টি
উৎস:

0
Updated: 4 weeks ago
'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 2 weeks ago
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
-
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]।
-
-
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]।
-

0
Updated: 2 weeks ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 1 month ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 1 month ago