ভাষার মূল উপকরণ কী?
A
ধ্বনি
B
শব্দ
C
বর্ণ
D
বাক্য
উত্তরের বিবরণ
ভাষার মূল উপাদান ধ্বনি আর উপকরণ বাক্য।

0
Updated: 1 month ago
’বিপরীত’ শব্দ ও ’প্রতিশব্দ’ ব্যাকরণের কোন শাখার অন্তর্গত?
Created: 3 weeks ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
অর্থতত্ত্ব
D
বাক্যতত্ত্ব
অর্থতত্ত্ব:
অর্থতত্ত্ব বা বাগার্থতত্ত্ব হলো ব্যাকরণের সেই শাখা যেখানে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
আলোচ্য বিষয়সমূহ:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগ্ধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা ইত্যাদি

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষার মৌখিক রূপের একটি হলো—
Created: 3 weeks ago
A
প্রমিত রীতি
B
সংস্কৃত রীতি
C
সাধু রীতি
D
লিখিত রীতি
বাংলা ভাষার দুটি প্রধান রূপ আছে: মৌখিক রূপ এবং লৈখিক রূপ।
মৌখিক রূপের রীতি:
-
আঞ্চলিক রীতি
-
প্রমিত রীতি
লৈখিক রূপের রীতি:
-
চলিত রীতি
-
সাধু রীতি

0
Updated: 2 weeks ago
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ কী?
Created: 3 weeks ago
A
একমাত্র অবলম্বন
B
অসম্ভব কল্পনা
C
নির্বোধ
D
আশায় নৈরাশ্য
অন্ধের যষ্টি:
বাগ্ধারার অর্থ হলো একমাত্র অবলম্বন।
-
উদাহরণ: কোনো সমস্যার সমাধানে সে একমাত্র অন্ধের যষ্টির মতো অবলম্বন।
অন্যান্য বাগ্ধারার উদাহরণ:
-
আকাশ কুসুম: অসম্ভব কল্পনা; অল্প বিনিয়োগে বেশি লাভের আশা, চিন্তা ছাড়া কিছু নয়
-
বুদ্ধির ঢেঁকি: নির্বোধ; তোমার বিবেচনার বলিহারি, অমন বুদ্ধির ঢেঁকির কাছে গেছ বুদ্ধি নিতে
-
গুড়ে বালি: আশায় নৈরাশ্য; ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুড়ে বালি

0
Updated: 2 weeks ago