একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়
A
শিরোনাম
B
পত্রগর্ভ
C
সম্ভাষণ
D
মূল বক্তব্য
উত্তরের বিবরণ
পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।

0
Updated: 1 month ago
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
Created: 2 months ago
A
৬
B
২
C
৪
D
৫
অলঙ্কার হলো কবিতাকে সুন্দর ও অনুভূতিপ্রবণ করার জন্য কবি যে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, সেটাই অলঙ্কার নামে পরিচিত। সাহিত্য ক্ষেত্রে অলঙ্কার মূলত দুই রকমের হয়ে থাকে:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
"উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।" বাক্যটি কোন ধরনের?
Created: 3 weeks ago
A
সরল
B
যৌগিক
C
জটিল
D
কোনোটিই নয়
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

0
Updated: 3 weeks ago
'দার-দাঁড়' শব্দজোড়ের অর্থ কী?
Created: 3 weeks ago
A
প্রহরী - কিনারা
B
স্ত্রী - নৌকার বৈঠা
C
নৌকার বৈঠা - দরজা
D
স্ত্রী - প্রহরী
'দার' শব্দের অর্থ হলো স্ত্রী, আর 'দাঁড়' শব্দের অর্থ হলো নৌকার বৈঠা। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
দর: মূল্য
-
দড়: কঠিন, মজবুত
-
দাঁড়ি: যতি চিহ্ন
-
দ্বারী: প্রহরী
-
দাড়ি: শ্মশ্রু
উৎস:

0
Updated: 3 weeks ago