A
443
B
21
C
20
D
80
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
HTTP (HyperText Transfer Protocol) হলো ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে ডেটা আদান-প্রদানের প্রোটোকল।
যখন কোনো ওয়েবসাইট ভিজিট করা হয়, ব্রাউজার সার্ভারের সঙ্গে HTTP প্রোটোকলের মাধ্যমে সংযোগ স্থাপন করে।
ডিফল্ট পোর্ট নাম্বার: ৮০ → অর্থাৎ, যদি আলাদা পোর্ট উল্লেখ না করা হয়, সার্ভার স্বয়ংক্রিয়ভাবে পোর্ট ৮০ ব্যবহার করে।
অন্যান্য পোর্ট যেমন: ২১ (FTP), ২০ (FTP Data), ৪৪৩ (HTTPS) HTTP-এর জন্য নয়।
HTTP-এর মূল কাজ:
ক্লায়েন্ট (ব্রাউজার) এবং সার্ভারের মধ্যে তথ্য আদানপ্রদান করা।
ব্রাউজারের অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য ফেরত আনা।
ওয়েব পেজ, ইমেজ, ভিডিও বা অন্যান্য কনটেন্ট পরিবেশন করা।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

0
Updated: 2 days ago