‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
উত্তরের বিবরণ
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 1 month ago
কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়?
Created: 2 weeks ago
A
সন্তান
B
সৎমা
C
ঢাকী
D
ঘোষজা
শ্নটি হলো: “কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক?” অর্থাৎ, যে শব্দের পুরুষবাচক রূপ নেই, শুধু নারী বা স্ত্রীকে বোঝায়। এখানে সঠিক উত্তর হল সৎমা

0
Updated: 2 weeks ago
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
স্পন্দিত
B
আধুত
C
কম্পিত
D
কম্পন
“ইষৎ কম্পিত” অর্থাৎ সামান্য কাঁপছে বা সামান্য কম্পনযুক্ত—এর এক কথায় প্রকাশ ‘আধুত’। এই ধরনের প্রকাশে দুটি বা ততোধিক শব্দের ভাব একত্র করে একটি শব্দে সংক্ষেপে অর্থ প্রকাশ করা হয়, যা ভাষাকে করে তোলে সাবলীল ও সংক্ষিপ্ত।
অনুরূপ এক কথায় প্রকাশসমূহ:
-
ইষৎ রক্তবর্ণ — আরক্ত
-
ইষৎ উষ্ণ — কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ — নীলাভ

0
Updated: 1 week ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 3 weeks ago
A
ঘটনা বর্ণনা হয়েছে।
B
আমি সন্তোষ হলাম।
C
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
D
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
শুদ্ধ বাক্য: আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে। -
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
(উৎস:

0
Updated: 3 weeks ago