সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
উত্তরের বিবরণ
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 1 month ago
"প্রতাপ ও শৈবলিনীর বাল্যপ্রণয় এবং সেই প্রেমের করুণ পরিণতি" কোন উপন্যাসের প্রধান কাহিনি?
Created: 1 week ago
A
চন্দ্রশেখর
B
বিষবৃক্ষ
C
রাজসিংহ
D
আনন্দমঠ
‘চন্দ্রশেখর’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস, যা ১৮৭৫ সালে প্রকাশিত হয়। প্রথমে এটি ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি প্রেম, সমাজব্যবস্থা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের মেলবন্ধন ঘটিয়ে রচিত, যেখানে ইতিহাস ও কল্পনার এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়।
উপন্যাসের মূল ভাব ও কাহিনি:
-
উপন্যাসটির কেন্দ্রে রয়েছে প্রতাপ ও শৈবলিনীর বাল্যপ্রেম এবং সেই প্রেমের করুণ পরিণতি।
-
কাহিনিতে প্রেম, দাম্পত্য আদর্শ, সমাজের শাসন, সতীত্ব ইত্যাদি বিষয় গভীরভাবে আলোচিত হয়েছে।
-
উপন্যাসে নায়ক প্রতাপের ভাগ্যবিপর্যয় এবং লেখকের নীতি-প্রথানুগত অবস্থান নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষত, বঙ্কিমচন্দ্রের ‘তবে যাও প্রতাপ, স্বর্গধামে’ বাক্যটি তাঁর আদর্শবাদী নৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা সমালোচকদের মতে বাস্তব জীবনের বিপরীতে দাঁড়ায়।
ঐতিহাসিক পটভূমি:
-
কাহিনির প্রেক্ষাপট ইংরেজ শাসনের সূচনা এবং মির কাসিমের সঙ্গে ইংরেজদের সংঘাতকাল।
-
এখানে ইতিহাসাশ্রিত ঘটনাবলির সঙ্গে পারিবারিক জীবনের আবেগঘন কাহিনির সংমিশ্রণ ঘটেছে।
-
উপন্যাসে মির কাসিম ও দলনি বেগমের ঐতিহাসিক অধ্যায় এবং চন্দ্রশেখর–প্রতাপ–শৈবলিনীর ব্যক্তিগত আখ্যান সমান্তরালভাবে বর্ণিত হয়েছে, যা কাহিনিকে বহুমাত্রিক করে তুলেছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
রাজসিংহ
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
আনন্দমঠ
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল

0
Updated: 1 week ago
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কী বলে?
Created: 2 weeks ago
A
বর্ণ
B
অক্ষর
C
শব্দ
D
লিপি
অক্ষর হলো বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশ। ইংরেজিতে এটিকে syllable বলা হয়।
-
প্রকারভেদ:
-
মুক্তাক্ষর: টানা যায় না, যেমন ক/লা।
-
বদ্ধাক্ষর: টানা যায়, যেমন দিন, রাত।
-
-
উদাহরণ: 'বাংলাদেশ' শব্দে ৩টি অক্ষর রয়েছে: বাং + লা + দেশ।
-
অক্ষর নির্ধারণের নিয়ম: শব্দে যতগুলো কার আছে এবং এক সঙ্গে উচ্চারিত শব্দাবলীর সংখ্যা মিলে অক্ষর সংখ্যা নির্ধারণ করা হয়।

0
Updated: 2 weeks ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 3 weeks ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ

0
Updated: 3 weeks ago