কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
A
মৌমাছি
B
মহাজন
C
গুরুদেব
D
কাঁচামিঠে
উত্তরের বিবরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মূল বৈশিষ্ট্য হলো যে, সমাসের মধ্যে থাকা একটি পদ সাধারণত লোপ পায় এবং অন্য পদগুলোই সমাসের মূল ধারণা বহন করে। এই প্রকার সমাসে সাধারণত ক্রিয়া বা কর্মের পদ লোপ পায়। মৌমাছি = মৌ আশ্রিত/সংগ্রহকারী মাছি।

0
Updated: 1 month ago
কোনটি কর্মধারয় সমাস?
Created: 1 month ago
A
কুশীলব
B
বাগবিতণ্ডা
C
গাছপাকা
D
কাঁচকলা
কর্মধারয় সমাস
-
সংজ্ঞা: মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।
উদাহরণ (সাধারণ কর্মধারয় সমাস):
-
কাঁচা যে কলা → কাঁচকলা
-
দুঃ যে শাসন → দুঃশাসন
-
মহৎ যে আত্মা → মহাত্মা
অন্যান্য সমাস:
-
তৎপুরুষ সমাস: বাক্ দ্বারা বিতণ্ডা → বাগবিতণ্ডা
-
দ্বন্দ্ব সমাস: কুশ ও লব → কুশীলব
-
সপ্তমী তৎপুরুষ সমাস: গাছে পাকা → গাছপাকা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 1 month ago
নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
Created: 2 weeks ago
A
ঘরমুখো
B
জজ সাহেব
C
মধুমাখা
D
নরপশু
কর্মধারয় সমাস হলো এমন একটি সমাস যেখানে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ প্রধান অর্থ বহন করে এবং বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ তার সঙ্গে যুক্ত থাকে। উদাহরণ হিসেবে ‘জজ সাহেব’ দেওয়া যায়।
-
কর্মধারয় সমাস
-
বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ প্রধান বিশেষ্যের সঙ্গে যুক্ত হয়ে মূল অর্থ বহন করে।
-
উদাহরণ:
-
যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব
-
যিনি মাস্টার তিনিই সাহেব = মাস্টার সাহেব
-
নীল যে পদ্ম = নীলপদ্ম
-
-
অন্য সমাস বা পদার্থের উদাহরণ:
-
প্রত্যয়ান্ত বহুব্রীহি
-
বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হলে তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি।
-
উদাহরণ:
-
এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা
-
নিঃ (নেই) খরচ যার = নি-খরচে
-
ঘরের দিকে মুখ যার = ঘরমুখো
-
-
-
তৃতীয়া তৎপুরুষ সমাস
-
পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়।
-
উদাহরণ:
-
মধু দিয়ে মাখা = মধুমাখা
-
মন দিয়ে গড়া = মনগড়া
-
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
-
-
-
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
-
সাধারণ ব্যাকরণগত নিয়মের অধীনে না থাকা, বিশেষ বা ব্যতিক্রমী বহুব্রীহি সমাস।
-
উদাহরণ:
-
নরপশু = নরাকারের পশু যে
-
দ্বীপ = দু দিকে অপ (জল) যার
-
অন্তরীপ = অন্তর্গত অপ (জল) যার
-
জীবস্মৃত = জীবিত থেকেও যে মৃত
-
-

0
Updated: 2 weeks ago
‘চাঁদের ন্যায় মুখ’ = চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস?
Created: 2 weeks ago
A
রূপক
B
উপমিত
C
উপমান
D
মধ্যপদলোপী
চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ – উপমান কর্মধারয় সমাস। মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ – উপমিত কর্মধারয় সমাস। চাঁদমুখ-এর ব্যাসবাক্য 'চাঁদ রূপ মুখ' করা হলে এটি হবে রূপক কর্মধারয় সমাস।

0
Updated: 2 weeks ago