A
Opera
B
Google Scholar
C
Baidu
D
Bing
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Opera
কারণ:
Opera একটি ওয়েব ব্রাউজার, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করতে সাহায্য করে।
অন্যদিকে, Google Scholar, Baidu, এবং Bing হলো সার্চ ইঞ্জিন, যা ওয়েব থেকে তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়।
তাই Opera সরাসরি সার্চ ইঞ্জিন নয়; এটি কেবল ব্রাউজিং সফটওয়্যার।
সংক্ষিপ্ত তথ্য:
সার্চ ইঞ্জিন তথ্য সংগ্রহ করে ক্রোলার বট ব্যবহার করে।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন: Google, Bing, Yahoo, Baidu, DuckDuckGo ইত্যাদি।
ব্রাউজার: Opera, Chrome, Firefox, Safari ইত্যাদি।
উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

0
Updated: 2 days ago