নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A
সূর্য উদয় হয়েছে?
B
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
C
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
D
বিধি লঙ্ঘন হয়েছে
উত্তরের বিবরণ
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি - বাক্যটির সঠিক।
সূর্য উদয় হয়েছে? তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বিধি লঙ্গন হয়েছে উক্ত বাক্যগুলো ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 month ago
‘বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
D
বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
এখানে বাক্যটির শুদ্ধরুপ হল- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বাক্য?
Created: 2 weeks ago
A
সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
B
এটা অপক্ক হাতের লেখা।
C
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
D
কোনোটিই নয়
সবগুলো বাক্য অশুদ্ধ এবং সেগুলোর শুদ্ধ রূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান। -
অশুদ্ধ: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ: এটা কাঁচা হাতের লেখা। -
অশুদ্ধ: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

0
Updated: 2 weeks ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
তিনি সস্ত্রীক বিদেশ গেছেন
B
শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
C
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
D
সকল ছাত্রই অমনোযোগী নয়
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক। এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।

0
Updated: 1 month ago