‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?
A
সুখের পায়রা
B
যক্ষের ধন
C
খোদার খাসি
D
বসন্তের কোকিল
উত্তরের বিবরণ
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয়)

0
Updated: 1 month ago
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
Created: 1 month ago
A
বন্ধুভাবাপন্ন
B
শত্রু
C
রাবণের ভাই
D
যে গৃহবিবাদ করে
“ঘরের শত্রু বিভীষণ” একটি প্রচলিত বাগধারা।
-
মহাকাব্য রামায়ণ-এ বিভীষণ ছিলেন রাবণের ভাই। তিনি নিজের ভাই রাবণকে ত্যাগ করে শত্রুপক্ষ রামের সঙ্গে যোগ দিয়েছিলেন।
-
সেই থেকে “ঘরের শত্রু বিভীষণ” কথাটি ব্যবহার হয় এমন লোক বোঝাতে, যে নিজ গৃহ, পরিবার, দল বা সম্প্রদায়ের ক্ষতি করে, নিজের লোক হয়েও শত্রুর মতো আচরণ করে।
-
অর্থাৎ, যে ঘরের ভেতর থেকেই বিবাদ ও ক্ষতি করে, তাকেই এই বাগধারায় বোঝানো হয়।
তাই উত্তর: ঘ) যে গৃহবিবাদ করে

0
Updated: 1 month ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Created: 1 month ago
A
ভরাডুবি
B
রাবনের চিতা
C
জগদ্দল পাথর
D
শাপেবর
মগের মুল্লুক বাগধারার অর্থ অরাজক দেশ; 'পুকুর চুরি' বাগাধারার অর্থ বড় রকমের চুরি; ' বালির বাধ' বাগধারার অর্থ অস্থায়ী বস্তু। ৷ ' ভরাডুবি' অর্থ সর্বনাশ।

0
Updated: 1 month ago