সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
A
রাজা মনি মোহন রায়
B
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
অক্ষয় কুমার দত্ত
উত্তরের বিবরণ
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলার আদি গদ্যরূপকে তিনি ‘সাধুভাষা’ নামে আখ্যায়িত করেছিলেন। এই সাধুভাষা পরবর্তীকালে দীর্ঘদিন বাংলার গদ্যের প্রধান রূপ হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
Created: 1 month ago
A
জানিবার ইচ্ছা
B
জয় করিবার ইচ্ছা
C
হনন করিবার ইচ্ছা
D
যুদ্ধ করিবার ইচ্ছা
বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক প্রবণতা ও ইচ্ছার প্রকাশ ঘটে। এসব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আমাদের চিন্তা ও ভাষা ব্যবহারে বিশেষ ভূমিকা রাখে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ তুলে ধরা হলো।
-
জিগীষা (বিশেষ্য) – জয়লাভ বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা
-
জিজীবিষা (বিশেষ্য) – জীবিত থাকার বা টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা
-
জিজ্ঞাসা (বিশেষ্য) – জানার ইচ্ছা বা কৌতূহল
-
জিঘাংসা (বিশেষ্য) – বধ বা হনন করার মানসিক ইচ্ছা
-
যুযুৎসা (বিশেষ্য) – যুদ্ধ করার প্রবণতা বা অভিলাষ

0
Updated: 1 month ago
‘হরতাল’ কোন ভাষার শব্দ?
Created: 2 weeks ago
A
গুজরাটি
B
তুর্কি
C
পর্তুগীজ
D
বার্মিজ
গুজরটি শব্দ হল - হরতাল, খদ্দর ইত্যাদি। তুর্কি শব্দ হল - চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পর্তুগিজ শব্দ হল - আনারস, আলপিন, বালতি ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 3 weeks ago
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
(উৎস:

0
Updated: 3 weeks ago