ক্লায়েন্ট-সার্ভার মডেলে, সার্ভারের মূল কাজ কী?
A
ব্যবহারকারীর কার্যক্রম পর্যবেক্ষণ করা
B
ক্লায়েন্টকে সেবা বা রিসোর্স সরবরাহ করা
C
ক্লায়েন্ট সফটওয়্যার আপডেট করা
D
ক্লায়েন্ট থেকে রিসোর্স রিকোয়েস্ট করা
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) ক্লায়েন্টকে সেবা বা রিসোর্স সরবরাহ করা
কারণ:
ক্লায়েন্ট-সার্ভার মডেলে সার্ভারের মূল দায়িত্ব হলো ক্লায়েন্টদের অনুরোধ অনুযায়ী সেবা বা রিসোর্স প্রদান করা।
সার্ভার নেটওয়ার্কে সংযুক্ত ক্লায়েন্টদের ডেটা, ফাইল, অ্যাপ্লিকেশন বা অন্যান্য রিসোর্স সরবরাহ করে।
উদাহরণ: ওয়েব সার্ভার ক্লায়েন্টের ব্রাউজার থেকে অনুরোধ পেলে ওয়েবপেজের ডেটা পাঠায়।
সার্ভার ক্লায়েন্টের কার্যক্রম পর্যবেক্ষণ বা সফটওয়্যার আপডেটের জন্য নয়, বরং রিসোর্স এবং সেবা প্রদানে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
সংক্ষিপ্ত তথ্য:
ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান: ক্লায়েন্ট, সার্ভার, নেটওয়ার্ক।
সার্ভারে সমস্ত রিসোর্স জমা থাকায় রিসোর্স ম্যানেজমেন্ট সহজ হয়।
ক্লায়েন্ট কম্পিউটারগুলো সার্ভারের রিসোর্স ব্যবহার করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
Apache এক ধরনের-
Created: 1 month ago
A
Database Management System (DBMS)
B
Web Server
C
Web Browser
D
Protocol
ওয়েব সার্ভার
-
ওয়েব সার্ভার হলো এমন একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম, যার মাধ্যমে সার্ভারে সংরক্ষিত তথ্য বা উপাত্ত ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা যায়।
-
ওয়েব সার্ভারের মূল কাজ হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো ক্লায়েন্টের অনুরোধ অনুযায়ী ওয়েব পেজটি ক্লায়েন্টের ডিভাইসে প্রদর্শন করা।
-
কিছু জনপ্রিয় ওয়েব সার্ভার হলো:
-
Apache
-
Microsoft IIS
-
nginx (Igor Sysoev দ্বারা তৈরি)
-
GWS (Google Web Server)
-
Resin (Caucho Technology দ্বারা তৈরি)
-
Apache Web Server
-
Apache হলো একটি ওপেন-সোর্স HTTP সার্ভার, যা Windows এবং UNIX অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম।
-
এটি ডেভেলপ এবং মেইনটেইন করার জন্য তৈরি করা হয়েছে এবং এর মূল লক্ষ্য হলো নিরাপদ ও দক্ষ সার্ভার প্রদান করা।
-
Apache HTTP সার্ভার ১৯৯৫ সালে চালু হয় এবং এপ্রিল ১৯৯৬ সাল থেকে এটি ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উৎস:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 month ago
IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders?
Created: 2 weeks ago
A
8.8.7.6
B
8.7.8.6
C
8.8.8.6
D
8.8.8.8
DNS সার্ভার
-
যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম (Domain Name System) বলে।
-
DNS সার্ভার ডোমেইন নেইমকে IP Address এ অনুবাদ করে, যাতে কম্পিউটার নেটওয়ার্কে ওয়েবসাইটের অবস্থান চিহ্নিত করতে পারে।
-
DNS সার্ভারের পূর্ণরূপ হলো Domain Name System Server।
-
যখন একজন ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই অনুরোধ DNS Server এ পৌঁছায় এবং ডোমেইন নেইমের সাথে সংশ্লিষ্ট আইপি ঠিকানাটি খুঁজে বের করে।
-
একটি ডোমেইন নেইম বিভিন্ন অংশে বিভক্ত থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা আলাদা করা হয়।

0
Updated: 2 weeks ago
সার্ভার-ভিত্তিক কম্পিউটিংয়ে "ক্লায়েন্ট" বলতে কী বোঝায়?
Created: 3 weeks ago
A
ডাটা সেন্টার
B
ব্যবহারকারীর ডিভাইস
C
রাউটার
D
মডেম
সার্ভার-ভিত্তিক কম্পিউটিং-এ ক্লায়েন্ট বলতে সেই ডিভাইসকে বোঝায়, যা সার্ভার থেকে সেবা বা ডেটা গ্রহণ করে। এটি হতে পারে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি।
নেটওয়ার্ক: নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসসমূহ কীভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলোর সার্ভিস মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে তিন ধরনের ভাগে ভাগ করা যায়:
-
পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network)
-
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network)
-
হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)
পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
-
এটি এমন নেটওয়ার্ক যেখানে পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করা হয়।
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network):
-
একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভার দ্বারা গঠিত।
-
সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডেটা জমা রাখা হয় এবং নেটওয়ার্কের ক্লায়েন্ট কম্পিউটারগুলো এসব ডেটা রিসোর্স হিসেবে ব্যবহার (শেয়ার) করে।
-
একে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।
হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network):
-
এটি মূলত পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের সমন্বয়।
-
হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং-এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য (যেমন- গ্লোবাল স্টোরেজ মিডিয়া) বিদ্যমান থাকে।
-
কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে জনপ্রিয় এবং এই নেটওয়ার্কে ক্লায়েন্ট-সার্ভারের প্রাধান্য বেশি থাকে।

0
Updated: 3 weeks ago