5 লাইন ডিকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?

Edit edit

A

32

B

64

C

128

D

256

উত্তরের বিবরণ

img

৫ লাইন ডিকোডার (5-to-n Decoder)


ডিকোডারের আউটপুট লাইন সংখ্যা নির্ধারিত হয় ইনপুট লাইন সংখ্যার উপর ভিত্তি করে।


সাধারণভাবে, একটি n-লাইন ইনপুট ডিকোডারের আউটপুট লাইন সংখ্যা হয় 2ⁿ।


এখানে ইনপুট লাইন সংখ্যা = ৫।


সুতরাং আউটপুট লাইন হবে 2⁵ = ৩২।


অর্থাৎ, ৫টি ইনপুট লাইন থেকে সর্বাধিক ৩২টি আলাদা আউটপুট লাইন তৈরি করা সম্ভব।


এই আউটপুটগুলো ব্যবহৃত হয় ডিভাইস সিলেকশন ও সিগন্যাল রাউটিংয়ের কাজে।


∴ ৫ লাইন ডিকোডারের আউটপুট লাইন সংখ্যা = ৩২


ডিকোডার


ডিকোডার হলো একটি সমবায় সার্কিট।


এখানে n টি ইনপুট থেকে সর্বাধিক 2ⁿ টি আউটপুট লাইনের একটিতে ১ এবং বাকিগুলোতে ০ পাওয়া যায়।


কোন আউটপুট লাইনে ১ আসবে, তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।


এটি এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা মূলত কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য সংকেতে রূপান্তর করে।


 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 2 days ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD