Choose the sentence where the gerund is the subject:
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
উত্তরের বিবরণ
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 4 months ago
Which sentence uses the correct preposition?
Created: 4 months ago
A
The pen is into the chair.
B
The pen is under the chair.
C
The pen is with chair.
D
The pen is below of the chair.
আসছে

0
Updated: 4 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago
Which sentence is grammatically correct?
Created: 4 months ago
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.

0
Updated: 4 months ago