A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
উত্তরের বিবরণ
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 3 months ago
Which of the following sentences is correct?
Created: 1 week ago
A
Why have you done this?
B
Why you had done this?
C
Why you have done this?
D
Why did you done this?
সঠিক উত্তর: Why have you done this?
WH-প্রশ্নবোধক বাক্যের গঠন:
গঠনরীতি:
WH-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object/Other Elements + (?)
-
এখানে প্রশ্নটি "Why" দিয়ে শুরু হয়েছে, যা একটি WH-word।
-
বাক্যটি প্রশ্নবোধক হওয়ায় Auxiliary verb (have) এর পর Subject (you) এবং Main verb (done) ব্যবহৃত হয়েছে।
-
শেষে বসেছে object বা বাক্যের অন্যান্য অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন (question mark)।
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
WH-word: Where
-
Auxiliary: has
-
Subject: she
-
Principal Verb: gone
-
-
Why have they not completed their assignments?
-
WH-word: Why
-
Auxiliary: have
-
Subject: they
-
Principal Verb: completed
-
-
How long have you lived in this city?
-
WH-word: How long
-
Auxiliary: have
-
Subject: you
-
Principal Verb: lived
-
-
Who has helped you with your project?
-
WH-word: Who
-
Auxiliary: has
-
Subject: you
-
Principal Verb: helped
-

0
Updated: 1 week ago
Choose the appropriate meaning of the idiom 'swan song.'
Created: 2 weeks ago
A
First work
B
Last work
C
Middle work
D
Early work
• Swan Song অর্থ হচ্ছে - last work.
• Swan song:
English Meaning: the final performance or activity of a person's career / last work.
Bangla Meaning: শেষ কর্ম / রচনা।
Ex. Sentence: ‘The Tempest' is known as Shakespeare's Swan song.
Bangla Meaning: ‘দ্যা টেম্পেস্ট’ কে শেক্সপিয়ারের শেষ কীর্তি/রচনা বলা হয়।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago
The correct sentence of the followings-
Created: 1 month ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago