A
ফন্ট স্টাইল ও সাইজ পরিবর্তন
B
ওয়েবসাইট ডাটাবেসে রাখা
C
অ্যানিমেশন ও ট্রানজিশন তৈরি
D
পেজ লেআউট ও এলাইনমেন্ট ঠিক করা
উত্তরের বিবরণ
ওয়েব ডেভেলপমেন্টের প্রধান ভাষা ও প্রযুক্তি
CSS (Cascading Style Sheets):
CSS হলো একটি স্টাইলিং ভাষা যা ওয়েবপেজের ভিজ্যুয়াল লেআউট ও ডিজাইন নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
এর মাধ্যমে ফন্টের ধরন ও আকার পরিবর্তন, পেজের লেআউট ও এলাইনমেন্ট ঠিক করা, অ্যানিমেশন ও ট্রানজিশন তৈরি করা যায়।
তবে CSS ডাটাবেসে তথ্য সংরক্ষণ করতে সক্ষম নয়। ডাটাবেস ব্যবস্থাপনা মূলত সার্ভার-সাইড প্রযুক্তি (যেমন PHP, SQL বা অন্যান্য ব্যাকএন্ড টুলস) দ্বারা সম্পন্ন হয়।
তাই CSS-এর কাজ কেবল ওয়েবপেজকে সুন্দর ও ব্যবহারবান্ধব করে তোলা।
HTML (HyperText Markup Language):
ওয়েব পৃষ্ঠার মূল কাঠামো গঠন করে।
এটি সকল ওয়েবসাইটের ভিত্তি।
CSS (Cascading Style Sheets):
ওয়েব পৃষ্ঠার ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ন্ত্রণ করে।
রেস্পন্সিভ ওয়েব ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
JavaScript:
ওয়েবসাইটে ক্লায়েন্ট-সাইড ইন্টারঅ্যাক্টিভিটি প্রদান করে।
আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনের মূল চালিকাশক্তি।
JavaScript-এর বহুমুখী ব্যবহার:
ব্যাকএন্ড ডেভেলপমেন্ট
ডেটা সায়েন্স
মেশিন লার্নিং
অটোমেশন
তথ্যসূত্র
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – মাহবুবুর রহমান
Web Design with HTML, CSS, JavaScript and jQuery – Jon Duckett

0
Updated: 2 days ago
Ascending বা Descending ক্রমে রেকর্ডগুলো সাজানোর জন্য এক বা একাধিক ফিল্ড ব্যবহারের প্রক্রিয়াকে কী বলা হয়?
Created: 1 day ago
A
Query
B
Cryptography
C
Sorting
D
Indexing
Sorting (সাজানোর প্রক্রিয়া)
সংজ্ঞা:
রেকর্ড বা তথ্যকে নির্দিষ্ট ক্রমে সাজানোর প্রক্রিয়াকে Sorting বলা হয়।
ক্রম হতে পারে:
Ascending (ছোট → বড়)
Descending (বড় → ছোট)
প্রয়োগ:
ডাটাবেস বা তালিকার রেকর্ডগুলো এক বা একাধিক ফিল্ডের মান অনুযায়ী সাজানো যায়।
উদাহরণ: ছাত্রের নাম অনুযায়ী বা নম্বর অনুযায়ী তালিকা সাজানো।
উপকারিতা:
তথ্যের অ্যাক্সেস সহজ হয়
অনুসন্ধান দ্রুত হয়
ডেটা বিশ্লেষণ সুবিধাজনক হয়
রেকর্ড সাজানোর ধরণ:
Ascending – ছোট থেকে বড়
Descending – বড় থেকে ছোট
ভুল বিকল্পগুলো:
Query: তথ্য খোঁজার পদ্ধতি, নিজে থেকে Sorting নয়
Cryptography: তথ্যকে নিরাপদ রাখার বিজ্ঞান, Sorting-এর সঙ্গে সম্পর্ক নেই
Indexing: তথ্য খুঁজতে দ্রুত, তবে রেকর্ডের অর্ডার পরিবর্তন করে না
উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
সঠিক উত্তর: গ) Sorting

0
Updated: 1 day ago
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি -
Created: 4 hours ago
A
AND
B
OR
C
XOR
D
NAND
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 4 hours ago
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
Created: 4 hours ago
A
address bus
B
input-reader bus
C
data bus
D
control bus
কম্পিউটার বাস (BUS)
• Input-reader Bus:
কম্পিউটারে এমন কোনো বাস নেই যাকে Input-reader Bus বলা হয়। সঠিক ধারণা হলো কম্পিউটার বাস।
• কম্পিউটার বাস কী?
কম্পিউটার বাস হলো তারের একটি সেট, যার মাধ্যমে ডিজিটাল তথ্য (০ বা ১) এক স্থানে থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। বাসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান-প্রদান করতে পারে।
• কম্পিউটার বাসের প্রধান ধরন:
কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১. সিস্টেম বাস (System Bus) – প্রধান বাস
২. এক্সপানশন বাস (Expansion Bus) – সম্প্রসারিত বাস
• সিস্টেম বাসের তিনটি অংশ:
১. ডেটা বাস (Data Bus) – তথ্য পরিবহনের জন্য
২. অ্যাড্রেস বাস (Address Bus) – মেমোরি বা ডিভাইসের ঠিকানা নির্দেশ করার জন্য
৩. কন্ট্রোল বাস (Control Bus) – ডেটা আদান-প্রদানের নিয়ন্ত্রণের জন্য
• এক্সপানশন বাসের বিভিন্ন ধরন:
কম্পিউটার প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়, যেমন:
-
ISA (Industry Standard Architecture)
-
EISA (Extended Industry Standard Architecture)
-
লোকাল বাস (Local Bus)
-
USB (Universal Serial Bus)
-
ফায়ারওয়্যার বাস (FireWire Bus)
-
AGP (Accelerated Graphics Port)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 hours ago