এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের স্থান কোনটি?

Edit edit

A

RAM

B


SSD

C

CPU register

D


ROM

উত্তরের বিবরণ

img

এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের প্রধান স্থান হলো ROM (Read-Only Memory)।


ROM একটি স্থায়ী মেমরি যা পাওয়ার বন্ধ হলেও তথ্য সংরক্ষণ রাখতে সক্ষম।


এম্বেডেড ডিভাইসের ফার্মওয়্যার হল সেই প্রোগ্রাম যা সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে কাজ করে এবং ডিভাইস চালানোর জন্য প্রয়োজনীয়।


RAM হলো অস্থায়ী মেমরি, যা শুধুমাত্র ডিভাইস চালু থাকা অবস্থায় তথ্য ধরে রাখে এবং পাওয়ার বন্ধ হলে তথ্য হারায়।


SSD হলো স্টোরেজ ডিভাইস, যা সাধারণত ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যারের জন্য নয়।


CPU register খুব সীমিত মেমরি যা দ্রুত হিসাব-নিকাশের জন্য ব্যবহৃত হয়, ফার্মওয়্যার সংরক্ষণের জন্য নয়।


সুতরাং সঠিক উত্তর হলো ROM।


• ফার্মওয়্যার:


ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।


সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।


কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।


এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।


ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।


অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।


কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার।


এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।


এটি এক ধরনের IC. যেমন, PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।


এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।


 উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)

Unfavorite

0

Updated: 2 days ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD