অপারেটিং সিস্টেম নয় কোনটি?
A
Firefox
B
Fedora
C
Debian
D
Solaris
উত্তরের বিবরণ
অপারেটিং সিস্টেম (Operating System):
এটি এমন একটি সিস্টওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে এবং ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করে।
উদাহরণ: Fedora, Debian, Solaris।
প্রদত্ত চারটির মধ্যে Firefox হলো অপারেটিং সিস্টেম নয়, এটি একটি ওয়েব ব্রাউজার।
সঠিক উত্তর: ক) Firefox
অপারেটিং সিস্টেমের কাজ
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন রচনা করা।
কম্পিউটার চালু (booting) থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত নিয়ন্ত্রণ করা।
মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস কন্ট্রোল ইত্যাদি কাজ সম্পন্ন করা।
অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
১) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User OS):
একসাথে একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
একে অনেক সময় Single Tasking OS-ও বলা হয়।
উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, Windows 95/98।
২) মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi User OS):
একই সময়ে একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে।
উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux।
মনে রাখার ট্রিক্স:
Single User OS = একজন + একসময় = Single Task
Multi User OS = অনেকজন + একইসময় = Multi Task

0
Updated: 1 month ago
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
Created: 1 month ago
A
C
B
DOS
C
CP/M
D
XENIX
কম্পিউটার প্রোগ্রামিং ও অপারেটিং সিস্টেম
সি প্রোগ্রামিং ভাষা
-
সি হলো একটি প্রোগ্রামিং ভাষা, যা তৈরি করেছেন ডেনিস রিচি।
অপারেটিং সিস্টেম (OS)
-
অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার যা হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে সংযোগ তৈরি করে।
-
কম্পিউটার চালু করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সমস্ত কার্যক্রম অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে চলে।
অপারেটিং সিস্টেমের ধরন
-
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
-
এক সময়ে একজন ব্যবহারকারী OS ব্যবহার করতে পারে।
-
এটিকে সিঙ্গেল টাস্কিং OSও বলা হয়।
-
উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98।
-
-
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
-
একাধিক ব্যবহারকারী একসাথে OS ব্যবহার করতে পারে।
-
উদাহরণ: Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux।
-
XENIX হলো UNIX-এর একটি সংস্করণ।
-
-
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম
-
কমান্ড লাইন ব্যবহার করে কাজ করতে হয়, যেমন ফাইল ব্যবস্থাপনা, ডিস্ক ফরম্যাটিং ইত্যাদি।
-
উদাহরণ: Linux, Unix, MS-DOS, PC-DOS, CP/M।
-
-
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
-
গ্রাফিক বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা হয়।
-
উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS।
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
Created: 1 week ago
A
ফাইল ডিলিট করা
B
ফাইল কপি করা
C
ফাইল এনক্রিপশন করা
D
ফাইল তৈরি করা
ফাইল এনক্রিপশন হলো অপারেটিং সিস্টেমের কাজ নয়। এটি সাধারণত বিশেষায়িত সফটওয়্যার বা নিরাপত্তা প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন হয়।
• অপারেটিং সিস্টেম:
-
অপারেটিং সিস্টেম হলো একটি প্রোগ্রামসমষ্টি যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যক্রম সমন্বয় করে এবং সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনা করে।
• অপারেটিং সিস্টেমের কাজ:
-
ফাইল তৈরি, অ্যাক্সেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করা।
-
প্রধান মেমোরিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আনা এবং কার্যকরভাবে চালানো।

0
Updated: 1 week ago
নিচের কোনটি ফাইল কম্প্রেশন প্রোগ্রাম?
Created: 1 week ago
A
WinRAR
B
VLC
C
Google Chrome
D
Adobe
WinRAR এবং ফাইল কম্প্রেশন প্রোগ্রাম
• ফাইল কম্প্রেশন প্রোগ্রাম (File Compression Programs):
-
অপারেটিং সিস্টেমে ফাইলের আকার কমানোর জন্য ফাইল কম্প্রেস (compress) ও আনকম্প্রেস (uncompress) করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করা হয়।
-
এই প্রোগ্রামগুলো মূলত ফাইলের সাইজ কমানো এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
• উদাহরণস্বরূপ ফাইল কম্প্রেশন টুল:
-
WinZip
-
WinRAR
-
7-Zip
-
PeaZip

0
Updated: 1 week ago