A
Criticism
B
elaborate praise
C
curse
D
high sound
উত্তরের বিবরণ
Panegyric (noun)
ইংরেজি অর্থ: কারও বা কিছু সম্পর্কে খোলাখুলি প্রশংসা করা বক্তব্য বা প্রকাশিত লেখা।
বাংলা অর্থ: স্তুতি; প্রশংসার গাথা।
প্রদত্ত অপশনগুলো:
ক) Criticism – সমালোচনা বা খুঁত দেখানো
খ) Elaborate praise – বিস্তারিত প্রশংসা
গ) Curse – অভিশাপ দেওয়া বা কঠোর গালাগাল
ঘ) High sound – উচ্চ শব্দ
বিশ্লেষণ:
উপরের অর্থগুলো দেখে বোঝা যায় যে, Panegyric শব্দটি মূলত কাউকে বা কিছুকে বিশেষভাবে প্রশংসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে “Elaborate praise” হলো সঠিক সমার্থক।
উৎস: Oxford English Dictionary

0
Updated: 2 days ago
The train arrives _____ Dhaka _____ 7:30 AM _____ the 15th of July.
Created: 1 week ago
A
at, on, in
B
in, at, on
C
at, in, on
D
in, on, at
Prepositions: in, at, on
১. in
-
ব্যবহার: বড় স্থান (শহর, দেশ) বোঝাতে
-
উদাহরণ: I live in Dhaka.
-
বাংলা: আমি ঢাকায় থাকি।
-
২. at
-
ব্যবহার: নির্দিষ্ট সময় (ঘন্টা/মিনিট) বোঝাতে
-
উদাহরণ: I will see you at 5 pm.
-
বাংলা: আমি তোমায় ৫টায় দেখব।
-
৩. on
-
ব্যবহার: নির্দিষ্ট তারিখ/দিন বোঝাতে
-
উদাহরণ: The meeting was held on Monday.
-
বাংলা: সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল।
-
ভুল অপশনগুলির বিশ্লেষণ:
-
ক) at, on, in:
-
at Dhaka → বড় শহরের জন্য at ব্যবহার করা হয় না।
-
-
গ) at, in, on:
-
at Dhaka → বড় শহরে at ব্যবহার অশুদ্ধ
-
in 7:30 AM → নির্দিষ্ট সময়ে in ব্যবহার করা হয় না।
-
-
ঘ) in, on, at:
-
on 7:30 AM → নির্দিষ্ট সময়ে on ব্যবহার অশুদ্ধ
-
at the 15th of July → তারিখে at ব্যবহার করা হয় না।
-
📚 Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 1 week ago
She ______ stop herself from buying the flower plant yesterday.
Created: 2 weeks ago
A
could not scarcely
B
could scarcely
C
could have scarcely
D
can scarcely
Complete sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
• সঠিক উত্তর: খ) could scarcely
-
Full Sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
-
বাংলা অর্থ: সে গতকাল ফুলের গাছটি কেনা থেকে নিজেকে প্রায় আটকাতে পারল না।
-
Grammar Note:
-
Could একটি modal verb, যা অতীত সময়ে ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: She could run fast when she was young. (সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত।)
-
-
Scarcely একটি negative adverb, যার অর্থ “প্রায় না / খুব কষ্টে।”
-
এটি সাধারণত modal verb-এর পরেই বসে।
-
উদাহরণ: He could scarcely speak. (সে প্রায় কথা বলতে পারছিল না।)
-
-
Modal verb এর পরে base form verb বসে।
-
“Yesterday” দ্বারা বোঝানো হয়েছে যে ঘটনাটি অতীতে ঘটেছে, তাই present tense (যেমন can scarcely) ব্যবহার করা যাবে না।
-
Other options:
ক) could not scarcely
-
❌ দ্বৈত নেতিবাচক (Double negative)।
-
“could not” এবং “scarcely” একসাথে ব্যবহার করলে বাক্য ভুল হয়ে যায়।
-
যেমন: She could not scarcely stop... → এটি ব্যাকরণগতভাবে ভুল।
গ) could have scarcely
-
❌ Could have ব্যবহার হয় অবাস্তব বা অনুমানমূলক অতীত ঘটনা বোঝাতে।
-
কিন্তু এখানে বাস্তবে যা ঘটেছে তাই বোঝানো হয়েছে।
-
উদাহরণ: She could have scarcely imagined the price. → অনুমান করা কঠিন ছিল।
ঘ) can scarcely
-
❌ Can বর্তমান কাল বোঝায়, কিন্তু বাক্যে yesterday আছে অর্থাৎ অতীতকাল।
-
তাই present tense modal ব্যবহার করা যাবে না।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
What is the masculine gender of ''mare''?
Created: 2 weeks ago
A
Mermaid
B
Bear
C
Stallion
D
Dog
Mare: [feminine gender]
Meaning: ঘোটকী।
Masculine gender: Stallion.
• Mermaid (feminine) - মৎসকুমারী।
- এর masculine হচ্ছে - Merman - মৎসকুমার।
• Dog (masculine) - কুকুর।
- এর feminine gender হচ্ছে Bitch (স্ত্রীজাতীয় কুকুর)।
• Bear:
Meaning: ভল্লুক।

0
Updated: 2 weeks ago