A
A big speech
B
Maiden speech
C
An unimportant speech
D
A verbose speech
উত্তরের বিবরণ
Verbose speech: শব্দে অতিরিক্ত এবং দীর্ঘ বক্তৃতাকে বলা হয় verbose speech।
-
Verbose (adjective) অর্থ: প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা।
-
বাংলায় অর্থ: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ।
-
উদাহরণ: a verbose speech / speaker / style – দীর্ঘ এবং অতিরিক্ত শব্দের বক্তৃতা বা ধরণ।
-
-
Maiden speech: পার্লামেন্টে একজন নবাগত সদস্যের প্রথম বক্তৃতাকে বলা হয় maiden speech।
-
ইংরেজিতে: First speech of a new member in parliament।
-
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 days ago
Choose the feminine form of 'Colt'.
Created: 1 week ago
A
Hart
B
Ewe
C
Filly
D
Drone
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Fraility the name is women. Here 'Fraility' is:
Created: 1 month ago
A
A noun
B
An adjective
C
An adverb
D
A verb
এখানে যে লাইনটি উল্লেখ করা হয়েছে, সেটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার William Shakespeare-এর ট্র্যাজেডি নাটক Hamlet থেকে নেওয়া একটি বিখ্যাত উক্তি।
• মূল উক্তিটি হলো – “Frailty, thy name is woman.”
অর্থাৎ, প্রশ্নে "Fraility" বানানটি ভুল লেখা হয়েছে। সঠিক বানান হবে Frailty।
• এই উক্তিতে ব্যবহৃত Frailty শব্দটি হলো একটি Noun (বিশেষ্য)।
• Frailty [noun] (uncountable)
English অর্থ: শারীরিক বা মানসিক দুর্বলতা।
বাংলা অর্থ: ভঙ্গুরতা, নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, নৈতিক দুর্বলতা বা ছোটখাটো দোষত্রুটি।
• উদাহরণ:
Though ill for most of her life, physical frailty never stopped her from working.
(তিনি জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতা কখনও তাকে কাজ করতে বাধা দেয়নি।)
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
In English grammar, ____ deals with formation of sentences.
Created: 1 week ago
A
Morphology
B
Etymology
C
Syntax
D
Semantics
Syntax: ইংরেজি ব্যাকরণে Syntax বলতে বোঝায় ― কোনো বাক্যে শব্দ ও ফ্রেজ কীভাবে সাজানো হবে যাতে একটি সঠিক ও অর্থপূর্ণ বাক্য তৈরি হয়।
-
Morphology: এটি হলো শব্দের গঠন বা শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অধ্যয়ন।
-
Etymology: কোনো শব্দের উৎস কোথা থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে তার অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে গবেষণা।
-
Semantics: শব্দ, ফ্রেজ, বাক্য বা পুরো টেক্সটের অর্থ বোঝার শাখা।
Source: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago