A
Verbal noun
B
Participle
C
Verb
D
Gerund
উত্তরের বিবরণ
Reading is an excellent habit. এখানে 'Reading' শব্দটি একটি Gerund।
Gerund
-
Gerund হলো এমন একটি শব্দ যা ক্রিয়া (Verb) + ing হয়ে তৈরি হয় এবং noun-এর কাজ করে।
-
সহজভাবে বলতে গেলে:
Gerund = Verb + ing = Noun -
Gerund সাধারণত বাক্যে noun-এর স্থানে আসে, যেমন subject, object বা complement।
উদাহরণ:
-
I like dancing. → এখানে 'dancing' হলো Gerund এবং object হিসেবে কাজ করছে।
-
Reading books is my hobby. → 'Reading books' subject হিসেবে কাজ করছে।
-
Working in the morning is good for your health. → 'Working in the morning' একটি noun phrase, যা subject হিসেবে ব্যবহৃত।
-
Reading is an excellent habit. → 'Reading' subject হিসেবে ব্যবহার হয়েছে।
উৎস: Azar, S. A. (2009). Understanding and Using English Grammar (4th Edition). Pearson Education.

0
Updated: 2 days ago
What is the synonym of "Berate"?
Created: 1 week ago
A
Reprimand
B
Forgive
C
Unique
D
Profound
• Berate:
English meaning: to criticize or speak in an angry manner to someone.
Bangla meaning: তীব্র ভর্ৎসনা করা।
Options,
ক) Reprimand:
- কঠোর তিরস্কার করা।
খ) Forgive:
- ক্ষমা/মাফ/মার্জনা করা।
গ) Unique:
- অদ্বিতীয়; অনন্য; একমাত্র।
ঘ) Profound:
- গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Berate" - Reprimand.

0
Updated: 1 week ago
Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
Created: 1 month ago
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
- অর্থাৎ বিজ্ঞানীকে প্রশংসা করা হয়েছে তার এমন একটি পদ্ধতির জন্য, যা তথ্য-নির্ভর, অনুমানের ওপর নয়।
ক) arbitrary (ইচ্ছামতো / খামখেয়ালীভাবে)
- এই শব্দটি বোঝায় এমন সিদ্ধান্ত যা যুক্তিহীন বা এলোমেলো।
- উদাহরণ: "He made an arbitrary decision without any evidence."
- এই শব্দটি নেতিবাচক, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
খ) methodical (পদ্ধতিগত / সুশৃঙ্খল)
- এর মানে: কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
- উদাহরণ: "Her methodical research led to a breakthrough."
- এটি প্রশ্নে দেওয়া তথ্য-নির্ভর, গঠনমূলক কাজের সঙ্গে ভালোভাবে মানানসই।
গ) capricious (খামখেয়ালী / পরিবর্তনশীল মেজাজ)
- এর মানে: যার সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ বদলায়, অবিশ্বাসযোগ্য।
- উদাহরণ: "His capricious behavior made him hard to work with."
- এটি নেতিবাচক এবং প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
ঘ) reckless (উদ্বিগ্নভাবে সাহসী / দায়িত্বজ্ঞানহীনভাবে সাহসী)
- মানে: দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণভাবে কাজ করা।
- উদাহরণ: "Reckless driving causes many accidents."
- এটিও নেতিবাচক এবং তথ্য-নির্ভর বা সুশৃঙ্খল পদ্ধতির বিপরীত।
- সঠিক উত্তর: খ) methodical
- কারণ: প্রশ্নটি বলছে বিজ্ঞানী তথ্যের ওপর নির্ভর করেছেন, অনুমানের ওপর নয়। এটি একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত (methodical) আচরণকে নির্দেশ করে।

0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 1 week ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 week ago