'Among' is a preposition that is used when - people are involved.
A
two
B
more than two
C
two or more than two
D
four only
উত্তরের বিবরণ
Among (preposition)
English Meaning: Happening or being included as part of a group of people or things/ to each one in a group of three or more people or things.
Bangla Meaning: পরিবেষ্টিত; মাঝখানে/ দুইয়ের অধিক ব্যক্তিসংশ্লিষ্ট বিভাজন, বিতরণ, অধিকারিতা বা কর্মকাণ্ড নির্দেশ করে।
• দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমন:
- Distribute these mangoes between Arif and Babu.
- Bangladesh will win among 30 countries.

0
Updated: 1 month ago
Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
Created: 2 months ago
A
We were less surprised than Rahman.
B
We were all surprised.
C
Rahman was less surprised than us.
D
We were as surprised as Rahman.
বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম।
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।

0
Updated: 2 months ago
Botany is to plants as Zoology is to-
Created: 1 month ago
A
Flowers
B
Rivers
C
Mountains
D
Animals
• গাছপালা (Plants) উদ্ভিদবিদ্যার (Botany) বিষয়।
- তেমনি প্রাণীদের (Animals) নিয়ে আলোচনা করে প্রাণীবিদ্যা (Zoology)।
- সুতরাং, 'Botany' is to 'Plants' as 'Zoology' is to- 'Animals'
• Botany হলো উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ নিয়ে গবেষণার শাখা। একইভাবে, Zoology হলো প্রাণীবিদ্যা বা প্রাণী নিয়ে গবেষণার শাখা। সুতরাং, Botany যেমন উদ্ভিদের সাথে সম্পর্কিত, Zoology তেমনি প্রাণীর সাথে সম্পর্কিত।
• অন্য অপশনগুলর মধ্যে -
ক) Flowers - ফুল।
খ) Rivers - নদী।
গ) Mountains - পর্বত; শৈল; গিরি; পাহাড়।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
The day of my sister's marriage is drawing near. The underlined word is
Created: 1 month ago
A
Adjective
B
Verb
C
Preposition
D
Adverb
✦ Topic: Adverb
Definition
-
যে word কোনো verb (কীভাবে, কোথায়, কখন, কতটুকু ইত্যাদি), কোনো adjective অথবা অন্য adverb-এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে adverb বলে।
Example
-
She runs quickly. → (সে দ্রুত দৌড়ায় – কীভাবে দৌড়ায়? এর উত্তর দেয়।)
✦ Word: Near (Adverb)
Meaning
-
English: at a short distance away
-
Bangla: নিকটবর্তী; কাছে
Example
-
The day of my brother's marriage is drawing near.
-
এখানে near একটি adverb, কারণ এটি drawing verb-কে modify করছে।
-

0
Updated: 1 month ago