A
Common noun
B
Abstract noun
C
Material noun
D
Proper noun
উত্তরের বিবরণ
Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun.
- কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
• Materiel noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
• Classification of Nouns:
1. Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি
2. Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
3. Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
Ex: Crowd, mob, gang, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.
4. Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Honesty দ্বারা একটি অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে Abstract noun.

0
Updated: 2 days ago
An antonym of 'Divulge' is-
Created: 1 week ago
A
Consume
B
Disclose
C
Conceal
D
Indulge
Antonym of ‘Divulge’
• Answer:
-
গ) Conceal
• Divulge (Verb)
-
English Meaning: To make known (something, such as a confidence or secret)
-
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা
• Synonyms of Divulge:
-
Expose: উন্মোচিত করা
-
Leak: ফাঁস করা
-
Reveal: প্রকাশ করা
-
Disclose: উন্মুক্ত করা
-
Display: প্রদর্শন করা
• Antonyms of Divulge:
-
Conceal: গুপ্ত, লুকানো
-
Cloak: গোপন করা
-
Hide: লুকানো
-
Disguise: ছদ্মবেশ
-
Camouflage: ছদ্মবেশের দ্বারা গোপন করা
• অন্যান্য শব্দের পার্থক্য:
-
Consume: আহার বা পান করা; নিঃশেষ করা
-
Indulge: পরিতৃপ্ত করা; বাসনা ইত্যাদি চরিতার্থ করা; প্রশ্রয়/আশকারা দেওয়া; ইচ্ছাপূরণ করা; অনুবর্তন করা
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 1 week ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 1 week ago
The plural form of 'Thesis' is -
Created: 4 days ago
A
Theses
B
Thesess
C
Thisises
D
Thesiss
• Thesis
-
English Meaning: A long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
-
Bangla Meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
-
Plural Form: Theses
• Example Sentence:
-
Their main thesis was that war was inevitable.
-
Bangla Meaning: তাদের প্রধান প্রতিপাদ্য ছিল যে যুদ্ধ অনিবার্য।
-
Source: Cambridge Dictionary

0
Updated: 4 days ago