Fill in the blank: Tourists ___ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
A
better to had get
B
had better to get
C
had better got
D
had better get
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had better get
Complete sentence: Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

0
Updated: 2 days ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 month ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago
They travelled to Savar __________.
Created: 1 month ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 1 month ago
He advised me __ smoking.
Created: 1 month ago
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 1 month ago