Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
উত্তরের বিবরণ
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 2 days ago
Who is not a Victorian poet?
Created: 2 days ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 2 days ago
According to Coleridge, what is the element that unites man with Nature?
Created: 1 week ago
A
Reason
B
Fear
C
Joy
D
Memory
কবি বারবার বলেন যে প্রকৃতির সাথে মানুষের একীভূত হবার মাধ্যম হলো আনন্দ (Joy)। Joy–কেই তিনি “the spirit and the power” বলেছেন, যা প্রকৃতিকে আমাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে। কেবল আনন্দপূর্ণ আত্মাই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

1
Updated: 1 week ago
The blurring of lines between reality and the supernatural in the poem is a strong indicator of influence from:
Created: 13 hours ago
A
Historical accounts of sea voyages
B
Detailed scientific observations
C
Folk tales and dream narratives
D
Classical mythology
Sources of Inspiration for The Rime of the Ancient Mariner
-
Dream Narratives:
-
Coleridge was inspired by a dream of an acquaintance about a ghostly ship with skeleton sailors.
-
The poem reflects a dreamlike, mystical quality where reality and the supernatural blur.
-
-
Folk Tales:
-
He drew on sea-related ballads and legends, e.g., the Wandering Jew, the Flying Dutchman.
-
These oral traditions mix the ordinary with the fantastical, giving the poem a timeless, moral quality.
-
-
Less Relevant Sources:
-
Historical sea voyages were only starting points for supernatural storytelling.
-
Scientific observations were not used; the poem favors spiritual and magical forces.
-
Classical mythology was not a primary influence; European folk and dream traditions were more central.
-

0
Updated: 13 hours ago