A
a few
B
quite a few
C
many
D
a little
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)

0
Updated: 2 days ago
The people who carry a coffin at a funeral are called ________.
Created: 4 weeks ago
A
undertakers
B
supporters
C
pallbearers
D
Mourners
• Pallbearers (noun):
ইংরেজি অর্থ: এমন ব্যক্তি যিনি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহনে সাহায্য করেন অথবা যারা কফিন বহনকারীদের পাশে হাঁটেন।
বাংলা অর্থ: অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যারা কফিন বা শবযানের চারপাশে থেকে এক পাশে ধরে নিয়ে যান এবং শোক প্রকাশ করেন।
• নিচের বিকল্প শব্দগুলো:
• Undertaker (noun):
ইংরেজি অর্থ: যিনি মৃতদেহ কবর বা দাহ করার জন্য প্রস্তুত করেন এবং পুরো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন – এটি তাঁর পেশা।
বাংলা অর্থ: যিনি মৃতদেহ সৎকারের জন্য তৈরি করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নেন; মুরদাফরাশ বা অন্ত্যকর্মকারী।
• Supporter (noun):
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি, যিনি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শকে সমর্থন করেন।
বাংলা অর্থ: সমর্থনকারী; যিনি কোনো কিছু বা কাউকে সহায়তা বা সমর্থন করেন।
• Mourner (noun):
ইংরেজি অর্থ: যিনি কারও মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
বাংলা অর্থ: শোক পালনকারী ব্যক্তি, বিশেষ করে মৃতের আত্মীয় বা বন্ধু; শোকার্ত বা শবানুযাত্রী।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 4 weeks ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 month ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 month ago
She has __ her hair a beautiful shade of brown.
Created: 1 month ago
A
colored
B
given
C
dried
D
dyed
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dyed.
- Complete sentence: She has dyed her hair a beautiful shade of brown.
• Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Example: Priscilla’s hair was dyed jet black.
Source: Longman Dictionary of Contemporary English

0
Updated: 1 month ago