'Mutton' is a/an
A
Common noun
B
Abstract noun
C
Material noun
D
Proper noun
উত্তরের বিবরণ
Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun.
- কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
• Materiel noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
• Classification of Nouns:
1. Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি
2. Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
3. Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
Ex: Crowd, mob, gang, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.
4. Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Honesty দ্বারা একটি অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে Abstract noun.

0
Updated: 1 month ago
Which one is correct?
Created: 3 weeks ago
A
We made those decisions based on some informations.
B
We made these decisions based on much informations.
C
We made those decisions based on a lot of informations.
D
We made those decisions based on some information.
Determiner ব্যবহারের নিয়ম অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের noun-এর আগে নির্দিষ্ট শব্দ ব্যবহার করি।
-
Correct sentence: We made those decisions based on some information.
-
বাংলা অর্থ: কিছু তথ্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলি নিয়েছি।
-
-
Determiner ব্যবহার:
-
Uncountable noun এর আগে সাধারণত little, much, less, no, any ইত্যাদি ব্যবহৃত হয়।
-
Countable noun এর আগে সাধারণত many, few বসে।
-
Some, a lot of দ্বারা countable এবং uncountable উভয় ধরনের noun কে determine করা যায়।
-
-
Information একটি uncountable noun, তাই এর plural form নেই এবং এর সাথে s/es যুক্ত হয় না।
-
তাই এখানে some ব্যবহৃত হয়েছে।
-
অন্য অপশনগুলোতে informations ব্যবহার করা হয়েছে, যা ভুল।
-

0
Updated: 3 weeks ago
The captain left the boat, because it-
Created: 3 months ago
A
turned down
B
turned up
C
turned bottom
D
turned over
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.
-
• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
- উপস্থিত হওয়া; আসা
• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।
- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।
• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-

0
Updated: 3 weeks ago