A
To challenge the enemy with courage
B
Force the enemy to submit
C
Out of one's wit
D
Surrender before the enemy
উত্তরের বিবরণ
Take the bull by the horns
ইংরেজি অর্থ: সাহসের সঙ্গে কোনো কঠিন বা বিপজ্জনক পরিস্থিতির সমাধান করা।
বাংলা অর্থ: একটি কঠিন বা বিপজ্জনক পরিস্থিতি নির্ধারকভাবে মোকাবিলা করা।
উদাহরণ বাক্য:
-
She decided to take the bull by the horns and organize things for herself.
-
বাংলা অর্থ: সে সিদ্ধান্ত নিলো যে নিজের জন্য সবকিছু নিজের হাতে গুছাবে এবং পরিস্থিতি মোকাবিলা করবে।
অর্থ অনুযায়ী সঠিক অপশন:
-
ক) সাহসিকতার সঙ্গে শত্রু বা সমস্যা মোকাবিলা করা (To challenge the enemy with courage)
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 2 days ago
'Once in a blue moon' means-
Created: 2 days ago
A
always
B
very rarely
C
nearly
D
hourly
Idiom: Once in a blue moon
English Meaning: very rarely
Bangla Meaning: কদাচিৎ
Example Sentence:
-
He comes round once in a blue moon.
-
সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Always – সর্বদা, ব্যতিক্রমহীনভাবে
-
খ) Very rarely – খুব কম, কদাচিৎ
-
গ) Nearly – প্রায়, ঘনিষ্ঠভাবে
-
ঘ) Hourly – প্রতি ঘণ্টায়, ঘণ্টায় একবার
সঠিক উত্তর: খ) Very rarely
কারণ: “Once in a blue moon” বলতে বোঝানো হয় এমন কিছু যা খুব কমই ঘটে বা কদাচিৎ ঘটে।
Sources: Live MCQ Lecture

0
Updated: 2 days ago
What does the idiom "get by heart" mean?
Created: 1 week ago
A
To forget something easily
B
To teach something to others
C
To learn something by memory
D
To understand something quickly
Correct Answer: To learn something by memory
(Get) by heart (idiom)
English Meaning: To learn something in such a way that you can say it from memory.
Bangla Meaning: মুখস্থ করা।
Other Options:
ক) To forget something easily → বিপরীত অর্থ।
খ) To teach something to others → জ্ঞান প্রদান করা।
গ) To understand something quickly → দ্রুত বোঝা।
Example Sentence:
-
To be successful in the BCS exam, we have to get a lot of information by heart.
Bangla Meaning: বিসিএসে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক তথ্য মুখস্থ করতে হয়।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
Choose the word/phrase that best retains the meaning o f the underlined word/phrase in the given sentence: Despite being a brilliant scientist, he does not seem to ''get his ideas across''.
Created: 2 weeks ago
A
make his ideas understood
B
get his ideas down pat
C
summarise his ideas
D
put together his ideas
Idiom: Get something across (to somebody)
English Meaning:
To make someone understand something clearly; to succeed in communicating an idea.
Bangla Meaning:
কাউকে কোনো বিষয় বুঝাতে পারা বা স্পষ্টভাবে প্রকাশ করতে পারা।
Example Expression:
"get his ideas across" → এর মানে হলো “তার ধারণাগুলো অন্যদের কাছে সহজে ও পরিষ্কারভাবে তুলে ধরা”।
👉 সুতরাং সঠিক উত্তর হবে: make his ideas understood
Example Sentence
Despite being a brilliant scientist, he does not seem to “get his ideas across.”
Bangla Meaning:
একজন মেধাবী বিজ্ঞানী হয়েও, তিনি তার ভাবনাগুলো স্পষ্টভাবে অন্যদের বুঝাতে পারেন না।
Source: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 weeks ago