A
Gerund
B
adverb
C
preposition
D
participle
উত্তরের বিবরণ
সঠিক উত্তরঃ Participle
উদাহরণ: A retired officer lives next door.
-
এখানে retired শব্দটি officer শব্দটিকে modify করছে। তাই এটি adjective-এর মতো কাজ করছে। কিন্তু মূলত এটি একটি verb-এর অংশ, কারণ এটি officer-এর অবস্থা (অবসরপ্রাপ্ত) প্রকাশ করছে।
-
অর্থাৎ participle হলো এমন একটি verb যা একই সাথে adjective-এর কাজও করতে পারে।
Participle কী?
-
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle noun modify করতে পারে, অর্থাৎ adjective-এর মতো ব্যবহার হয়।
Participle-এর প্রধান তিন ধরন:
-
Present Participle: Verb-এর সঙ্গে -ing যুক্ত হয়।
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে sleeping শব্দটি dog-এর অবস্থা বোঝাচ্ছে।
-
-
Past Participle: Verb-এর সঙ্গে সাধারণত -ed যুক্ত হয়। কিন্তু সব ক্ষেত্রে নয়।
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে written বইটি modify করছে।
-
-
Perfect Participle: Having + past participle দিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ক্রিয়াকলাপের ক্রম বোঝানো হয়েছে।
-
নোট:
-
সাধারণ Verb-এর সাথে -ed যুক্ত হয়ে past participle হয়। যেমন: work → worked
-
তবে অনেক ক্ষেত্রে -ed ছাড়া past participle গঠিত হতে পারে, যেমন: write → written, eat → eaten।
উৎস: Murphy, R. (2019). English Grammar in Use. Cambridge University Press.

0
Updated: 2 days ago
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
Created: 4 weeks ago
A
He has no desire for fame.
B
I intend going to Rajshahi.
C
He is too miserly to part with his money.
D
He has invited me for dinner.
ভুল বাক্য
I intend going to Rajshahi.
এই বাক্যটি ভুল। কারণ intend ক্রিয়ার পর to + verb-এর মূল রূপ (infinitive) বসে।
সঠিক বাক্য:
I intend to go to Rajshahi.
বাংলা অর্থ: আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা রাখি।
intend (verb) মানে:
-
ইচ্ছা করা
-
মনস্থ/সংকল্প করা
-
কোনো কাজ করার অভিপ্রায় থাকা
অন্য সঠিক বাক্যগুলোর বিশ্লেষণ:
(ক) He has no desire for fame.
বাংলা অর্থ: তার খ্যাতির প্রতি কোনো ইচ্ছা নেই।
এখানে desire for মানে হলো: কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা।
(গ) He is too miserly to part with his money.
বাংলা অর্থ: সে এতটাই কৃপণ যে তার টাকা খরচ করতে চায় না।
too...to গঠন বোঝায় – “এতটাই...যে...না”।
(ঘ) He has invited me for dinner.
বাংলা অর্থ: সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
invite এর পরে to বা for প্রিপজিশন বসে (উদ্দেশ্য অনুযায়ী)।

0
Updated: 4 weeks ago
Depression is often hereditary. The underlined word is a/an-
Created: 1 week ago
A
Adverb
B
Adjective
C
Noun
D
Verb
Hereditary (adjective)
ইংরেজি অর্থ: কোনো বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে জিনের মাধ্যমে চলে আসে।
বাংলা অর্থ: পুত্রপৌত্রে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
উদাহরণ বাক্য:
-
Depression is often hereditary.
এই বাক্যে ‘hereditary’ শব্দটি ‘Depression’ (নামপদ) কে বর্ণনা করছে, তাই এটি একটি বিশেষণ (Adjective)।
সূত্র: Oxford Learner’s Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago