Fill in the blank: Tourists ___ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
A
better to had get
B
had better to get
C
had better got
D
had better get
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had better get
Complete sentence: Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

0
Updated: 1 month ago
Doctor Faustus is _______
Created: 2 months ago
A
a comedy
B
a tragedy
C
a historical novel
D
an absurd play
Doctor Faustus – একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক
লিখেছেন: Christopher Marlowe
-
নাটকের পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪ সাল
-
অংশ সংখ্যা: মোট ৫টি Act রয়েছে
সারসংক্ষেপ (সংক্ষিপ্ত কাহিনি)
Doctor Faustus হল একটি দুঃখজনক (tragedy) নাটক। এতে Faustus নামের এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি রয়েছে, যিনি জাদুবিদ্যার মাধ্যমে অলৌকিক ক্ষমতা পেতে চায়। ক্ষমতার লোভে পড়ে সে শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর (শয়তানের রাজা) সঙ্গে চুক্তি করে এবং নিজের আত্মা বিক্রি করে দেয়। বিনিময়ে সে ২৪ বছরের জন্য অসাধারণ ক্ষমতা পায়।
এই সময় Faustus অনেক আশ্চর্য কাজ করে এবং খ্যাতি অর্জন করে, কিন্তু তার মনে অনুশোচনা ও ভয় কাজ করতে থাকে। মাঝে মাঝে সে নিজেকে বদলানোর সুযোগ পেলেও, নিজের ভুল স্বীকার করে ভালো পথে ফিরতে চায় না।
শেষ পর্যন্ত, চুক্তির মেয়াদ শেষে, শয়তানরা এসে Faustus-এর আত্মাকে টেনে নিয়ে যায় এবং সে নরকে চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রগুলো
-
Doctor Faustus – মূল চরিত্র, যিনি আত্মা বিক্রি করেন
-
Mephistopheles – শয়তানের দূত
-
Lucifer – শয়তানের নেতা
-
Good Angel – ভালো পথের পরামর্শদাতা
-
Evil Angel – খারাপ পথে টানে
-
Wagner – Faustus-এর সহকারী
Christopher Marlowe সম্পর্কে কিছু তথ্য
-
তিনি Elizabethan যুগের একজন কবি ও নাট্যকার।
-
তাঁকে "ইংরেজ ট্র্যাজেডির জনক" (Father of English Tragedy) বলা হয়।
-
তিনি "University Wits" দলের একজন সদস্য ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
উৎস: Britannica

0
Updated: 2 months ago
One should be careful about _____ duty.
Created: 3 months ago
A
his
B
her
C
one's
D
the
সঠিক উত্তর হবে - one's.
- Complete sentence: One should be careful about one's duty.
• প্রশ্নটি মূলত possessive pronoun বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।
• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
- বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে।
- His, her বা it বসে না।
• He এর possessive form 'his'.
- She এর possessive form 'her'.

0
Updated: 3 months ago
Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
no article is needed
"a" বা "an" ব্যবহারের নিয়ম
উদাহরণ বাক্য:
I saw a one-eyed man when I was walking on the road.
নিয়ম:
-
ইংরেজিতে ‘a’ এবং ‘an’ হল indefinite article।
-
সাধারণত, vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘an’, এবং consonant দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘a’ বসে।
-
কিন্তু লক্ষ্যণীয়: article নির্ধারণ হয় শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ অনুযায়ী, না যে অক্ষরটি লিখিত আছে তার ভিত্তিতে।
বিশেষ নিয়ম:
-
যদি শব্দটি “O” দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ‘ওয়া’ (wa) এর মতো হয়, তখন ‘a’ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
a one-eyed man
-
a one-taka note
-
a one-room house
-
অর্থাৎ: মূল বিষয় হলো শব্দের ধ্বনির উপর নির্ভর করে article নির্বাচন।
অতিরিক্ত উদাহরণ:
-
The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
-
Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.

0
Updated: 1 month ago