A
always
B
very rarely
C
nearly
D
hourly
উত্তরের বিবরণ
Idiom: Once in a blue moon
English Meaning: very rarely
Bangla Meaning: কদাচিৎ
Example Sentence:
-
He comes round once in a blue moon.
-
সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Always – সর্বদা, ব্যতিক্রমহীনভাবে
-
খ) Very rarely – খুব কম, কদাচিৎ
-
গ) Nearly – প্রায়, ঘনিষ্ঠভাবে
-
ঘ) Hourly – প্রতি ঘণ্টায়, ঘণ্টায় একবার
সঠিক উত্তর: খ) Very rarely
কারণ: “Once in a blue moon” বলতে বোঝানো হয় এমন কিছু যা খুব কমই ঘটে বা কদাচিৎ ঘটে।
Sources: Live MCQ Lecture

0
Updated: 2 days ago
The word ‘imbibe’ means :
Created: 3 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 3 months ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 month ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 month ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 3 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 3 months ago