Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
উত্তরের বিবরণ
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 month ago
"Lyrical Ballads" was jointly published by Wordsworth and -
Created: 3 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Blake
D
Samuel Taylor Coleridge
Lyrical Ballads ও Romantic যুগ
-
"Lyrical Ballads" রচনা ও প্রকাশ করেন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে।
-
এটি ১৭৯৮ সালে প্রকাশিত হয় এবং ইংরেজি সাহিত্যে Romantic যুগ শুরু করার পথপ্রদর্শক হিসেবে গণ্য হয়।
-
কবিতার সংগ্রহে মোট ২৩টি কবিতা রয়েছে: ১৯টি রচিত William Wordsworth এবং ৪টি রচিত S. T. Coleridge-এর।
-
এই গ্রন্থ English Literature-এ বিষয়বস্তু ও ধারা (Subject and Style)-তে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
-
কবিতাগুলি সরল ভাষায় লেখা, অলংকার ও কৃত্রিমতা বিহীন, এবং সাধারণ মানুষের কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে।
-
Lyrical Ballads-এ প্রকাশিত কবিতাগুলো মূলত Romantic poetry-এর নিদর্শন।

0
Updated: 3 weeks ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 month ago
What is an Allusion in literature?
Created: 1 month ago
A
A direct statement
B
A reference to a person, place, event, or work outside the text
C
A type of rhyme
D
A detailed description
Allusion হলো সাহিত্যিক একটি পদ্ধতি, যেখানে লেখক কোনো ব্যক্তি, স্থান, ঘটনা, বা অন্য সাহিত্যকর্মের প্রতি পরোক্ষ বা অপ্রকাশ্যভাবে ইঙ্গিত করেন। এটি সরাসরি উল্লেখ না করে পাঠকের পরিচিত বা গুরুত্বপূর্ণ ধারণাকে তুলে ধরে।
-
Allusion হলো implicit বা indirect reference কোনো অন্য সাহিত্যকর্ম, ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তি বা ঘটনার প্রতি।
-
এটি এমনভাবে লেখা হয় যাতে কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনা পরোক্ষভাবে উপস্থাপিত হয়।
-
লেখক কখনও কোনো পূর্ববর্তী অংশের প্রতি বা অন্য কোনো সাহিত্যকর্মের প্রতি উল্লেখ করে।
-
সাহিত্যিক ক্ষেত্রে এটি প্রায়শই সাংস্কৃতিক কাজের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়, যেমন বাইবেলের গল্প বা গ্রিক পৌরাণিক কাহিনীর উল্লেখ।
উদাহরণ:
“The winged boy I knew,
But who wast thou, O happy, happy dove?” (Keats: Ode to Psyche)
Allusion ব্যবহার করে লেখক পাঠকের চিন্তাভাবনা ও কল্পনাকে উজ্জীবিত করেন, এবং একটি প্রতীকী বা সাংস্কৃতিক অর্থ সৃষ্টির সুযোগ পান। উদাহরণস্বরূপ, "আর্কিমিডিস" শব্দটি ব্যবহার করে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতীক নির্দেশ করা হতে পারে।
উল্লেখযোগ্য যে, অন্যান্য অপশনগুলো এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
উৎস:

0
Updated: 1 month ago