Select the right compound structure of the sentence: "Though he is poor, he is honest".
A
He is poor and honest
B
As he is poor, he is honest
C
He is poor but honest
D
Since he is poor, he is honest
উত্তরের বিবরণ
Complex Sentence কে Compound Sentence-এ রূপান্তর
যদি একটি complex sentence “Though/Although” দিয়ে শুরু হয়, এবং এতে দুটি বিপরীত অর্থের ভাব প্রকাশ পায়, তাহলে আমরা এটিকে compound sentence-এ রূপান্তর করতে but বা yet ব্যবহার করি।
-
অর্থাৎ:
Complex sentence: Though + [বিপরীত ভাবের clause 1], [main clause 2]
Compound sentence: [Clause 1] + but/yet + [Clause 2]
উদাহরণ:
-
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor but honest. -
Complex: Though he was a rich man, he led a simple life.
Compound: He was a rich man yet he led a simple life.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.

0
Updated: 1 month ago
What is the synonym of 'Jovial'?
Created: 5 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।

0
Updated: 5 months ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
No sooner he had arrived than it started raining.
B
No sooner had he arrived when it started raining.
C
No sooner had he arrived than it started raining.
D
No sooner he arrived than it started to rain.
সঠিক উত্তর হলো গ) No sooner had he arrived than it started raining। যখন বাক্যটি "No sooner" দিয়ে শুরু হয়, তখন এর গঠন হবে: No sooner + had + subject + verb এর past participle + than + বাক্যের ফলাফল। এখানে "No sooner had he arrived than it started raining" এই নিয়ম অনুযায়ী সঠিকভাবে গঠিত। "No sooner" এর পরে সর্বদা than ব্যবহার হয়, when নয়। এছাড়া “had he arrived” হলো inversion structure, যা "No sooner" ব্যবহারে প্রয়োজন।
-
ক) No sooner he had arrived than it started raining
-
ভুল, কারণ "No sooner" এর পরে inversion করা হয়নি।
-
-
খ) No sooner had he arrived when it started raining
-
ভুল, কারণ "No sooner" এর পরে than ব্যবহার হয়, when নয়।
-
-
ঘ) No sooner he arrived than it started to rain
-
ভুল, কারণ এখানে inversion হয়নি এবং সঠিক tense ব্যবহার করা হয়নি।
-

0
Updated: 3 weeks ago
Which word is correctly spelt?
Created: 1 week ago
A
Miscelanous
B
Miscellaneous
C
Miscellenous
D
Misceleneous
Miscellaneous শব্দটি একটি বিশেষণ (Adjective), যার সঠিক বানান হলো “Miscellaneous”। এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা বিভিন্ন প্রকারের বস্তু বা বিষয়ের সমন্বয়ে গঠিত, যেগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক নেই বা সহজে এক দলে ফেলা যায় না।
ইংরেজি অর্থ: Consisting of many different kinds of things that are not connected and do not easily form a group.
বাংলা অর্থ: বিবিধ; নানাবিধ বা বিভিন্ন প্রকারের উপাদান নিয়ে গঠিত।
উদাহরণ বাক্য:
-
The book contains a miscellaneous collection of poems and essays.
বইটিতে কবিতা ও প্রবন্ধের বিবিধ সংকলন রয়েছে।
এই শব্দটি সাধারণত এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে নানা ধরনের বিষয়, উপাদান বা বস্তু একত্রিত থাকে—যেমন miscellaneous items, miscellaneous expenses ইত্যাদি।

0
Updated: 1 week ago