A
louses
B
lice
C
lices
D
licess
উত্তরের বিবরণ
বহুবচন রূপের বিশেষ
সাধারণত, ইংরেজিতে noun-এর plural (বহুবচন) করতে আমরা সাধারণত -s বা -es যোগ করি। কিন্তু কিছু শব্দের ক্ষেত্রে, শব্দের ভিতরের vowel বা consonant পরিবর্তন করে plural তৈরি করতে হয়।
উদাহরণস্বরূপ:
-
Louse (উকুন) → Lice
-
Ox (গরু) → Oxen
-
Brother (ভাই) → Brethren
-
Child (শিশু) → Children
এ ধরনের বহুবচনকে বলা হয় irregular plural nouns। অর্থাৎ, এগুলো নিয়মমাফিক -s/-es যোগ করে তৈরি হয় না। ইংরেজি ব্যাকরণে এই irregular plural-এর ব্যাখ্যা পাওয়া যায় [Oxford English Dictionary, Grammar Section] অনুযায়ী।
মূল বিষয়: যখন কোনো noun-এর বহুবচন স্বাভাবিক নিয়ম অনুসারে না হয় এবং ভেতরের অক্ষর বা শব্দের গঠন পরিবর্তিত হয়, তখন সেটি irregular plural হিসেবে ধরা হয়।

0
Updated: 2 days ago
Choose the appropriate preposition:
In times of trouble, people often cling ___ hope.
Created: 2 hours ago
A
with
B
on
C
to
D
at
• Correct Answer: গ) to.
- The correct phrase is “cling to”, which means to hold tightly or emotionally to something, especially in times of fear, sadness, or uncertainty.
- Example: In times of trouble, people often cling to hope.
- Bangla: “Cling to” অর্থ হলো কিছু ধরে রাখা বা আঁকড়ে ধরা, বিশেষ করে আশাবাদ বা কারো প্রতি নির্ভরতা বোঝাতে।
- বাংলা অর্থ: "People cling to hope" মানে মানুষ আশার উপর নির্ভর করে বা আশা আঁকড়ে ধরে রাখে।
• Other options:
ক) with – “cling with” হয় না।
খ) on – “cling on” কখনও হয়, কিন্তু তারপরে “to” দরকার হয়, যেমন: cling on to something.
ঘ) at – এটি অবস্থান বা আক্রমণের জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।

0
Updated: 2 hours ago
Who is not a Victorian poet?
Created: 2 days ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 2 days ago
Who of the following is one the greatest modern dramatist?
Created: 3 weeks ago
A
Thomas Gray
B
Ben Jonson
C
S.T. Coleridge
D
G.B. Shaw
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
আইরিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
আধুনিক ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন
-
নোবেল পুরস্কার: সাহিত্য, 1925
বিখ্যাত নাটক:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Tragedy)
-
Man and Superman (Comedy)
-
The Doctor’s Dilemma (Satire, Epilogue)
-
St. Joan of Arc
অন্যান্য লেখক:
-
Thomas Gray: Neoclassical যুগের কবি
-
Ben Jonson: Renaissance যুগের নাট্যকার, Shakespeare-এর সমসাময়িক
-
S. T. Coleridge: Romantic যুগের কবি, নাট্যকার নন

0
Updated: 3 weeks ago