Fill in the blank with the correct quantifier. I still have ____ money.
A
a few
B
quite a few
C
many
D
a little
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)

0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 2 months ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
• Correct sentence: The mayor, together with the council members, is addressing the public.
- Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
• যেমন: The mayor, together with the council members, is addressing the public.
- এখানে প্রথম subject - The mayor হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

0
Updated: 2 months ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 2 months ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 months ago
Choose the correctly spelt word:-
Created: 2 months ago
A
Superceed
B
Superseed
C
Supercede
D
Supersede
Supersede (verb-transitive)
English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.
Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।
Other Forms: Supersession [সূপাসেশ্ন্] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence:
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago