A
Jonathan Swift
B
Alexander Pope
C
Joseph Addison
D
Richard Steel
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ ব্যঙ্গাত্মক লেখক: Jonathan Swift
Jonathan Swift (1667–1745):
-
তিনি একজন Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
তার স্ত্রীর নাম ছিল Abigail Erick।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং Tories পার্টির পক্ষে প্যাম্পলেট লিখেছেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) রচনা হলো ‘Gulliver’s Travels’।
-
তিনি প্রায়শই ছদ্মনাম Isaac Bickerstaff ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Modest Proposal
-
Journal to Stella
-
The Battle of Books
-
A Tale of a Tub
উৎস: Britannica.com

0
Updated: 2 days ago
"The action or habit of talking in one's sleep" is called-
Created: 1 week ago
A
Gullible
B
Intestate
C
Soliloquy
D
Somniloquy
Somniloquy
• Answer:
-
The action or habit of talking in one's sleep → Somniloquy
• Meaning:
-
English: The action or habit of talking in one's sleep
-
Bangla: ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস
• Other Words for Comparison:
-
Gullible (Adjective): অতিসরল; সহজেই বিশ্বাসযোগ্য — Easily persuaded to believe something; credulous
-
Intestate (Noun/Adjective): মৃত্যুপত্র বা উইল না-রেখে মারা যাওয়া — A person who has died without having made a will
-
Soliloquy (Noun): স্বগতোক্তি — The act of talking to oneself
Source:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 3 weeks ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 3 weeks ago
Choose the adjective form of 'Miser'.
Created: 1 week ago
A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary

0
Updated: 1 week ago