Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
উত্তরের বিবরণ
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 1 month ago
Choose the correct sentence regarding gender usage:
Created: 4 weeks ago
A
The actor won her award for best performance.
B
The actress won her award for best performance.
C
The actress won his award for best performance.
D
The actor won their award for best performance.
Correct Answer: The actress won her award for best performance।
Explanation:
-
Actress শব্দটি female gender নির্দেশ করে।
-
ইংরেজিতে কোনো নারীর জন্য সাধারণত female pronouns ব্যবহার হয়, যেমন she, her, hers।
-
বাক্যে actress থাকলে pronoun অবশ্যই feminine হতে হবে। এখানে her ব্যবহার করা হয়েছে, যা she-এর objective form এবং সঠিক gender agreement তৈরি করে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) The actor won her award for best performance।
-
ভুল। "Actor" সাধারণত male বা male-oriented শব্দ, কিন্তু pronoun "her" female। Gender mismatch হয়েছে।
-
-
গ) The actress won his award for best performance।
-
ভুল। "Actress" female, কিন্তু pronoun "his" male। Gender agreement ভুল।
-
-
ঘ) The actor won their award for best performance।
-
ভুল। "Actor" male, কিন্তু pronoun "their" বহুবচন বা gender-neutral। একবচন male noun-এর সঙ্গে ব্যবহার করা ভুল।
-
Source:

0
Updated: 4 weeks ago
The synonym of “Retard” is -
Created: 4 weeks ago
A
Accelerate
B
Impede
C
Depart
D
Graceful
সঠিক উত্তর হলো – খ) Impede।
Impede একটি verb, যার অর্থ হলো বাধা দেওয়া। এটি কোনো কিছুর অগ্রগতি বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Retard (verb, transitive)
-
English Meaning: To make the development or progress of something slower
-
Bangla Meaning: দমন করা, প্রতিহত করা
-
-
Synonyms
-
Handicap (ধীর গতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা)
-
Delay (বিলম্ব ঘটানো)
-
Slow (ধীরগতির, মোটাবুদ্ধি, প্রতিবন্ধী)
-
Impede (বাধা দেওয়া)
-
Lessen (হ্রাস করা)
-
-
Antonyms
-
Accelerate (তরান্বিত করা)
-
Advance (অগ্রসর হওয়া)
-
Sharp (তীক্ষ্ণ; দ্রুত অগ্রগতি)
-
Hasten (দ্রুত এগিয়ে চলা)
-
Intelligent (বুদ্ধিমান)
-
-
Example Sentences
-
The progression of the disease can be retarded by early surgery.
-
The brain damage will retard the child's language development.
-
-
Other options
-
Depart (প্রস্থান করা)
-
Graceful (কমনীয়)
-

0
Updated: 4 weeks ago
The word 'ecological' is related to -
Created: 2 months ago
A
Demography
B
Pollution
C
Atmosphere
D
Environment
‘Ecological’ শব্দের অর্থ
‘Ecological’ শব্দের অর্থ হলো বাস্তুসংস্থান বা পরিবেশ সম্পর্কিত।
‘Environment’ শব্দের অর্থ
‘Environment’ মানে পরিবেশ।
প্রশ্নে দেওয়া অন্যান্য শব্দের অর্থ:
-
Demography: জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জনসংখ্যাতত্ত্ব।
-
Pollution: দূষণ।
-
Atmosphere: বায়ুমন্ডল।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago