A
কাজী নজরুল ইসলাম
B
শাহাদাৎ হোসেন
C
সঞ্জয় ভট্টাচার্য
D
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
‘পূর্বাশা’ পত্রিকা
-
সম্পাদক: সঞ্জয় ভট্টাচার্য
-
প্রকাশের স্থান ও সাল: প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত।
-
প্রকাশকাল: টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে, ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশ শুরু হয়।
-
শেষ প্রকাশ: ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
ধরন: মাসিক পত্রিকা
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকরা প্রায় সবাই এই পত্রিকায় লেখা প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 days ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 weeks ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 1 month ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Created: 6 days ago
A
বুদ্ধদেব বসু
B
দীনেশরঞ্জন দাশ
C
সজনীকান্ত দাস
D
প্রেমেন্দ্র মিত্র
কল্লোল পত্রিকা ও সম্পাদকবৃন্দ
বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ হিসেবে ‘কল্লোল’ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
-
১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকার সূচনা হয়।
-
এর প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
-
এই পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়সহ অনেক সাহিত্যিক।
একই সময়ে অন্য কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার সাথেও খ্যাতনামা সাহিত্যিকেরা যুক্ত ছিলেন—
-
বুদ্ধদেব বসু সম্পাদনা করতেন ‘কবিতা’ ও ‘প্রগতি’।
-
সজনীকান্ত দাস সম্পাদনা করতেন ‘বঙ্গশ্রী’।
-
প্রেমেন্দ্র মিত্র সম্পাদনা করতেন ‘কালিকলম’।
এভাবে দেখা যায়, একাধিক সাহিত্যপত্রিকাকে ঘিরে তৎকালীন বাংলা সাহিত্য নতুন দিকনির্দেশনা পেয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 6 days ago