A retired officer lives next door. Here, the underlined word is used as a/an:
A
Gerund
B
adverb
C
preposition
D
participle
উত্তরের বিবরণ
সঠিক উত্তরঃ Participle
উদাহরণ: A retired officer lives next door.
-
এখানে retired শব্দটি officer শব্দটিকে modify করছে। তাই এটি adjective-এর মতো কাজ করছে। কিন্তু মূলত এটি একটি verb-এর অংশ, কারণ এটি officer-এর অবস্থা (অবসরপ্রাপ্ত) প্রকাশ করছে।
-
অর্থাৎ participle হলো এমন একটি verb যা একই সাথে adjective-এর কাজও করতে পারে।
Participle কী?
-
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle noun modify করতে পারে, অর্থাৎ adjective-এর মতো ব্যবহার হয়।
Participle-এর প্রধান তিন ধরন:
-
Present Participle: Verb-এর সঙ্গে -ing যুক্ত হয়।
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে sleeping শব্দটি dog-এর অবস্থা বোঝাচ্ছে।
-
-
Past Participle: Verb-এর সঙ্গে সাধারণত -ed যুক্ত হয়। কিন্তু সব ক্ষেত্রে নয়।
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে written বইটি modify করছে।
-
-
Perfect Participle: Having + past participle দিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ক্রিয়াকলাপের ক্রম বোঝানো হয়েছে।
-
নোট:
-
সাধারণ Verb-এর সাথে -ed যুক্ত হয়ে past participle হয়। যেমন: work → worked
-
তবে অনেক ক্ষেত্রে -ed ছাড়া past participle গঠিত হতে পারে, যেমন: write → written, eat → eaten।
উৎস: Murphy, R. (2019). English Grammar in Use. Cambridge University Press.

0
Updated: 1 month ago
Which of the following was written by William Makepeace Thackeray?
Created: 3 weeks ago
A
Joseph Andrews
B
Silas Marner
C
Vanity Fair
D
The Old Bachelour
Vanity Fair উপন্যাসটি William Makepeace Thackeray রচিত।
Vanity Fair
-
এটি Thackeray-এর লেখা উপন্যাস।
-
Thackeray ছিলেন Victorian Period-এর একজন ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত monthly installments-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
বই আকারে প্রকাশিত হয় ১৮৪৮ সালে।
-
Thackeray-এর পূর্বের সাহিত্য বেশিরভাগ ছদ্মনাম বা unsigned নামে প্রকাশিত হলেও Vanity Fair তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: Becky Sharp, একজন মেয়ে।
William Makepeace Thackeray (1811–1863)
-
Indian-born British novelist।
-
Victorian Period-এর একজন বিশিষ্ট ঔপন্যাসিক।
-
The Cornhill Magazine-এর founder।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
অন্য লেখক ও তাদের কাজ:
-
Joseph Andrews – Henry Fielding
-
Silas Marner – George Eliot
-
The Old Bachelor – William Congreve
উৎস:

0
Updated: 3 weeks ago
To 'raise one's brows' indicate-
Created: 2 months ago
A
annoyance
B
disapproval
C
indifference
D
surprise
To 'raise one's brows' indicate - surprise.
• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।
Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।
ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun]
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়
খ) disapproval (noun)
- অননুমোদন।
গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
The feminine form of 'Stag' is -
Created: 3 weeks ago
A
Hind
B
Sow
C
Ewe
D
Ram
শব্দ ও লিঙ্গ ব্যাখ্যা অনুযায়ী:
-
Stag (Masculine gender) – পুরুষ হরিণ
-
Feminine gender: Hind
-
-
Ewe (Feminine gender) – স্ত্রী ভেড়া / ভেড়ী
-
Masculine gender: Ram
-
-
Sow (Feminine gender) – পূর্ণবয়স্ক শূকরী
-
Masculine gender: Boar (বন্য মর্দা শূকর)
-

0
Updated: 2 weeks ago