What is the plural form of the word 'louse'?
A
louses
B
lice
C
lices
D
licess
উত্তরের বিবরণ
বহুবচন রূপের বিশেষ
সাধারণত, ইংরেজিতে noun-এর plural (বহুবচন) করতে আমরা সাধারণত -s বা -es যোগ করি। কিন্তু কিছু শব্দের ক্ষেত্রে, শব্দের ভিতরের vowel বা consonant পরিবর্তন করে plural তৈরি করতে হয়।
উদাহরণস্বরূপ:
-
Louse (উকুন) → Lice
-
Ox (গরু) → Oxen
-
Brother (ভাই) → Brethren
-
Child (শিশু) → Children
এ ধরনের বহুবচনকে বলা হয় irregular plural nouns। অর্থাৎ, এগুলো নিয়মমাফিক -s/-es যোগ করে তৈরি হয় না। ইংরেজি ব্যাকরণে এই irregular plural-এর ব্যাখ্যা পাওয়া যায় [Oxford English Dictionary, Grammar Section] অনুযায়ী।
মূল বিষয়: যখন কোনো noun-এর বহুবচন স্বাভাবিক নিয়ম অনুসারে না হয় এবং ভেতরের অক্ষর বা শব্দের গঠন পরিবর্তিত হয়, তখন সেটি irregular plural হিসেবে ধরা হয়।

0
Updated: 1 month ago
No sooner had we started our journey than the bus _____ down.
Created: 1 month ago
A
had broken
B
break
C
broke
D
broken
Complete Sentence Example:
No sooner had we started our journey than the bus broke down.
Explanation:
-
No sooner…than is a correlative conjunction used to indicate that one event happens immediately after another.
-
Structure:
No sooner had + subject + past participle (verb) + than + subject + past tense (verb)
Similar Expressions:
-
Hardly had → used with when
-
Scarcely had → used with when
-
All three expressions convey the meaning of “করে না করতেই / হতে না হতেই” (as soon as / hardly).
Rules:
-
After No sooner, use than (not then).
-
After Hardly or Scarcely, use when (not than).
More Examples:
-
No sooner had he finished his breakfast than the phone rang.
-
No sooner had she stepped outside than it started raining.
-
No sooner had we sat down for dinner than the phone rang.

0
Updated: 1 month ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 2 months ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse

0
Updated: 2 months ago
Why does Elizabeth reject Darcy’s first proposal?
Created: 1 month ago
A
She dislikes his wealth
B
She is already engaged
C
She is offended by his pride
D
She loves Wickham
Darcy প্রথম প্রস্তাবে Elizabeth-এর পরিবারকে অপমান করে এবং নিজের অহংকার প্রকাশ করে। Elizabeth তার আত্মসম্মানকে আঘাতপ্রাপ্ত মনে করে। এজন্য সে রাগের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীর সম্মান ও স্বাধীনতা বিয়েতে সবচেয়ে জরুরি। Elizabeth এই প্রত্যাখ্যানের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে।

0
Updated: 1 month ago