পদার্থ:
-
যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে।
-
কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয়—এই তিন অবস্থায় থাকতে পারে।
কঠিন পদার্থ:
-
কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার ও আয়তন থাকে।
-
সব পদার্থের কণার মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বিদ্যমান।
-
কঠিন পদার্থে এ আকর্ষণ বল সবচেয়ে বেশি হওয়ায় কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে।
তরল পদার্থ:
-
তরলের নির্দিষ্ট ভর ও আয়তন থাকে, তবে নির্দিষ্ট কোনো আকার থাকে না।
-
তরলকে যে পাত্রে রাখা হয়, তা পাত্রের আকার ধারণ করে।
-
তরলের কণাগুলো কঠিনের কণার চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকায় এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের তুলনায় কম।
গ্যাসীয় পদার্থ:
-
গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর থাকে, কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না।
-
যেকোনো গ্যাসকে যেকোনো আয়তনের পাত্রে রাখলে তা পুরো পাত্র ভরে ফেলে।
-
গ্যাসীয় কণাগুলো কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি দূরত্বে থাকে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি