A
কলকাতা
B
ঢাকা
C
লন্ডন
D
মুর্শিদাবাদ
উত্তরের বিবরণ
নীল-দর্পণ
-
রচয়িতা ও প্রকাশ: ‘নীল-দর্পণ’ (১৮৬০) নাটকটি দীনবন্ধু মিত্র রচিত এবং এটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে পরিচিত। প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে ১৮৬০ সালে।
-
বিষয়বস্তু: নাটকটি তখনকার সময়ের নীলচাষী কৃষক ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন, শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ ও অসাম্য তুলে ধরে।
-
সমাজে প্রভাব: এটি প্রকাশিত হওয়ার পর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহকে প্রভাবিত করে।
-
অনুবাদ ও বিতর্ক: মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে ইংরেজিতে অনুবাদ করেন, নাম দেন ‘Nil Darpan or The Indigo Planting Mirror’ (১৮৬১)। প্রকাশক পাদ্রি জেমস লং আদালতের অর্থদণ্ডে দণ্ডিত হন।
-
প্রশংসা ও তুলনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে আমেরিকান ঔপন্যাস ‘আঙ্কল টমস কেবিন’-এর সঙ্গে তুলনা করেছেন।
-
বিশেষত্ব: এটি রচনার সময় থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার উজ্জীবক নাটক হিসেবে বিবেচিত। এছাড়াও, এটি বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
-
প্রকাশ ইতিহাস: ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে প্রথম প্রকাশিত হয়। ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এই নাটকের মাধ্যমে সাধারণ রঙ্গালয়ে অভিনয়ের সূচনা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago
'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়-
Created: 2 months ago
A
১৮৪১ সালে
B
১৮৪২ সালে
C
১৮৫০ সালে
D
১৮৪৩ সালে
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালের ১৬ আগস্ট, দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
অক্ষয়কুমার দত্ত প্রথম সম্পাদক হিসেবে পত্রিকাটির দায়িত্ব গ্রহণ করেন এবং ১৮৫৫ সাল পর্যন্ত তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর সম্পাদনাকালকে পত্রিকাটির স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়।
এই পত্রিকাটি তৎকালীন সমাজে একটি উদার, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ চেতনার বাহক হিসেবে বিবেচিত ছিল। অক্ষয়কুমারের অবসরের পর পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
কালিকলম
B
প্রগতি
C
কল্লোল
D
সবুজপত্র
‘কল্লোল’ পত্রিকা
১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকা আত্মপ্রকাশ করে। এর প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটির পাতায় নিয়মিত লেখালেখি করতেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
‘কালিকলম’ সাহিত্য পত্রিকা
কলকাতা থেকেই ১৯২৬ সালে মাসিক ‘কালিকলম’ সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির সম্পাদনা দায়িত্বে ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
‘কালিকলম’ মূলত ‘কল্লোল’ পত্রিকার আদর্শ ও সাহিত্যচেতনার ধারাবাহিকতায় প্রকাশিত হলেও এটি বেশি দিন টিকে থাকতে পারেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘কল্লোল’ ও ‘কালিকলম’-এর লেখক সমাজ প্রায় একই ধরনের ছিল।
‘সবুজপত্র’ পত্রিকা:
১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা আত্মপ্রকাশ করে। বাংলা গদ্যের উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। বাংলা বৈশাখ ১৩২১ সালে প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ‘সবুজপত্র’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে গদ্যরীতির নতুন স্বাচ্ছন্দ্য অর্জন করেন এবং পরে তা তার লেখায় প্রয়োগ করেন। ‘সবুজপত্র’ বাংলা সাহিত্যে ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি প্রভাবশালী সাহিত্যদল গঠনে সহায়ক হয়। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
‘প্রগতি’ পত্রিকা:
১৯২৭ সালে ঢাকা থেকে মাসিক ‘প্রগতি’ পত্রিকা প্রকাশ শুরু হয়। এর সম্পাদক হিসেবে ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত। বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবাহ ঢাকায় পিছিয়ে ছিল না, তার প্রমাণ স্বরূপ ‘প্রগতি’ পত্রিকার প্রকাশ।
উৎস: ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
Created: 1 month ago
A
বাউণ্ডেলের আত্মকাহিনী
B
মুক্তি
C
হেবা
D
বিদ্রোহী
নজরুলের সাহিত্য জীবন শুরু হয় করাচি সেনানিবাস থেকে, যেখানে তিনি রচনা করেছিলেন ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ নামে একটি গদ্য, যা প্রথমবার ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশ পায়।
কাজী নজরুল ইসলামের সাহিত্যিক পথচলার প্রথম ধাপগুলো হলো:
-
তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’, যা ১৯১৯ সালের জুলাই মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছাপা হয়।
-
প্রথম গ্রন্থ ‘অগ্নি-বীণা’ (১৯২২) প্রকাশিত হয়, যা তার প্রথম কাব্যসংগ্রহ।
-
নজরুলের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ ১৯২৭ সালে প্রকাশিত হয়।
-
তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধের শিরোনাম ‘তুর্কিমহিলার ঘোমটা খোলা’।
-
১৯৩০ সালে তিনি প্রথম নাটক ‘ঝিলিমিলি’ রচনা ও প্রকাশ করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago