A
আগমনী
B
কোরবানী
C
প্রলয়োল্লাস
D
বিদ্রোহী
উত্তরের বিবরণ
‘অগ্নিবীণা’ কাব্য
‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি তিনি বিপ্লবী শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পেয়েছে।
কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’, এবং এই গ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল ইসলাম বিশেষভাবে ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম।

0
Updated: 2 days ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 2 weeks ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 3 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
ঝিলিমিলি (কাজী নজরুল ইসলাম রচিত নাট্যসংকলন)
‘ঝিলিমিলি’ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের সংকলন, যা ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯৩০ খ্রিস্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে:
-
ঝিলিমিলি
-
সেতুবন্ধ
-
শিল্পী
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
আলেয়া
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক)
-
মধুমালা (গীতিনাট্য)
-
ঝড় (কিশোর কাব্য-নাটক)
-
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago