কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
A
শেষলেখা
B
শেষপ্রশ্ন
C
শেষকথা
D
শেষদিন
উত্তরের বিবরণ
‘শেষলেখা’ কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১, রবীন্দ্রনাথের মৃত্যুর পর
-
বৈশিষ্ট্য:
-
এটি রবীন্দ্রনাথের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
গ্রন্থের নামকরণ তিনি নিজে করতে পারেননি।
-
অধিকাংশ কবিতা তার জীবনের শেষ কয়েক বছরের মধ্যে রচিত।
-
কবিতাগুলিতে তার ভাববাদী দর্শনের সঙ্গে জীবনের প্রতি গভীর প্রীতিও প্রতিফলিত হয়েছে।
-
-
উদাহরণ কবিতা:
"রূপ-নারানের কূলে, জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।" -
রবীন্দ্রনাথের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: মোট ৫৬টি
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
‘শেষপ্রশ্ন’ (১৯৩১) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কমূলক উপন্যাস।
-
‘শেষকথা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প।
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
Created: 3 weeks ago
A
জাভা যাত্রীর পত্র
B
পারস্য যাত্রী
C
রাশিয়ার চিঠি
D
ইউরোপের চিঠি
‘ইউরোপের চিঠি’ একটি ভ্রমণকাহিনি নয়, বরং এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ও ভ্রমণকাহিনি:
রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণকথার বইতে সমৃদ্ধ। তাঁর ভ্রমণকাহিনির সংখ্যা আটটি, যা বিশ্বপরিভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে:
-
‘ইউরোপ প্রবাসীর পত্র’
-
‘ইউরোপ যাত্রীর ডায়েরী’
-
‘পথের সঞ্চয়’
-
‘জাপান যাত্রী’
-
‘পশ্চিম যাত্রীর ডায়েরী’
-
‘জাভা যাত্রীর পত্র’
-
‘রাশিয়ার চিঠি’
-
‘পারস্য যাত্রী’

0
Updated: 3 weeks ago
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি কার রচনা?
Created: 3 weeks ago
A
কাজী নজরুল ইসলাম
B
নির্মলেন্দু গুণ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিদ্যাপতি
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মরণ' কবিতার অন্তর্ভুক্ত।
-
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্য:
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর, বৈষ্ণব পদাবলির ধারায় ব্রজবুলি ভাষায় লিখিত
-
প্রকাশকাল: ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি
-
গ্রন্থে আখ্যাপত্রে কবির নাম ভানুসিংহ ঠাকুর উল্লেখ এবং প্রকাশক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়, ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হয়েছে; অধিকাংশই পুরাতন কালের খাতা থেকে সন্ধান করে সংগ্রহ করা
-
গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে
-
-
উল্লেখযোগ্য কবিতা: মরণ, প্রশ্ন
-
'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"

0
Updated: 3 weeks ago
’বনফুল’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
নির্মলেন্দু গুন
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বলাইচাঁদ মুখোপাধ্যায়
D
আল মাহমুদ
বনফুল কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো বনফুল।
-
এটি জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক দুটি পত্রিকায় প্রকাশিত হয় ১৮৭৬ সালে।
-
কাব্যগ্রন্থটি সুকুমার সেন কাব্যোপন্যাস হিসেবে উল্লেখ করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী।
-
ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই কবি প্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি গীতাঞ্জলি (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
রচিত উপন্যাসসমূহ:
-
চোখের বালি
-
গোরা
-
ঘরে বাইরে
-
যোগাযোগ
-
শেষের কবিতা
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ

0
Updated: 1 month ago