কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
A
আগমনী
B
কোরবানী
C
প্রলয়োল্লাস
D
বিদ্রোহী
উত্তরের বিবরণ
‘অগ্নিবীণা’ কাব্য
‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি তিনি বিপ্লবী শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পেয়েছে।
কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’, এবং এই গ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল ইসলাম বিশেষভাবে ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 2 months ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ নয়?
Created: 1 week ago
A
তুর্কমহিলার ঘোমটা খোলা
B
যুগবাণী
C
রাজবন্দীর জবানবন্দী
D
রাজবন্দীর রোজনামচা
‘রাজবন্দীর রোজনামচা’ এবং ‘রাজবন্দীর জবানবন্দী’—উভয়ই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রবন্ধধর্মী রচনা, তবে এগুলোর লেখক ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ‘রাজবন্দীর রোজনামচা’ শহীদুল্লাহ কায়সার রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, আর ‘রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলামের একটি রাজনৈতিক প্রতিবাদমূলক প্রবন্ধ।
রাজবন্দীর রোজনামচা:
-
এটি শহীদুল্লাহ কায়সার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তিনি তাঁর রাজনৈতিক বন্দিজীবনের অভিজ্ঞতা, মানসিক সংগ্রাম ও আদর্শিক উপলব্ধি তুলে ধরেছেন।
-
গ্রন্থটিতে তাঁর রাজনৈতিক বিশ্বাস, মানবিক দৃষ্টিভঙ্গি ও গণমানুষের প্রতি সহমর্মিতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
-
এতে বর্ণিত হয়েছে তাঁর বন্দি জীবনের প্রতিদিনের বাস্তবতা, নিপীড়ন, নির্যাতন এবং সেই সময়ের মানসিক দৃঢ়তা।
-
এটি বাংলা সাহিত্যে রাজনৈতিক আত্মজীবনধর্মী রচনার অনন্য উদাহরণ, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও জাতীয় চেতনা একীভূত হয়েছে।
-
শহীদুল্লাহ কায়সার ছিলেন প্রগতিশীল চিন্তাবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক, যিনি পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ হন।
রাজবন্দীর জবানবন্দী:
-
এটি কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ, যা তাঁর ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের দলিল।
-
২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে তাঁর কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ ‘ধূমকেতু’ পত্রিকায় প্রকাশিত হলে ব্রিটিশ সরকার পত্রিকাটি নিষিদ্ধ ঘোষণা করে।
-
২৩ নভেম্বর ১৯২২ তারিখে তাঁর প্রবন্ধগ্রন্থ ‘যুগবাণী’ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাঁকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
-
গ্রেফতারের পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় এবং আদালতে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি মাত্র চার পৃষ্ঠার লিখিত বিবৃতি জমা দেন।
-
এই বিবৃতিটিই পরবর্তীতে ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে প্রকাশিত হয়।
-
নজরুল সেখানে স্পষ্টভাবে ঘোষণা করেন যে, তাঁর সাহিত্য ও সংগ্রাম ব্রিটিশ শাসনের অন্যায়, দমননীতি ও অবিচারের বিরুদ্ধে মানবতার লড়াই।
-
জেলবন্দি অবস্থায় তিনি প্রায় চল্লিশ দিন অনশন করে ইংরেজ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
১. রাজবন্দীর জবানবন্দী
২. যুগবাণী
৩. রুদ্র মঙ্গল
৪. তুর্কমহিলার ঘোমটা খোলা
৫. দুর্দিনের যাত্রী
৬. আমি সৈনিক
দুই রচনার মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন সময়ের দুই প্রজন্মের লেখক স্বাধীনতা, ন্যায় ও মানবমুক্তির চেতনা প্রকাশ করেছেন—নজরুল তা করেছেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর শহীদুল্লাহ কায়সার তা করেছেন স্বাধীন রাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতায় বন্দিজীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে।

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 4 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
ঝিলিমিলি (কাজী নজরুল ইসলাম রচিত নাট্যসংকলন)
‘ঝিলিমিলি’ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের সংকলন, যা ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯৩০ খ্রিস্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে:
-
ঝিলিমিলি
-
সেতুবন্ধ
-
শিল্পী
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
আলেয়া
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক)
-
মধুমালা (গীতিনাট্য)
-
ঝড় (কিশোর কাব্য-নাটক)
-
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 months ago