মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
নেকড়ে অরণ্য
B
বন্দী শিবির থেকে
C
নিষিদ্ধ লোবান
D
প্রিয়যোদ্ধা প্রিয়তম
উত্তরের বিবরণ
‘বন্দী শিবির থেকে’ – শামসুর রহমান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রহমান ভারতীয় শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
-
সেই সময় তিনি “মজলুম আদিব” ছদ্মনামে বিভিন্ন দেশের পত্রিকায় লেখা প্রকাশ করতেন।
-
তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারিতে কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থের সব কবিতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত।
-
কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি রচনার পটভূমি এবং প্রেক্ষাপট বর্ণনা করেছেন।
উল্লেখযোগ্য কবিতা:
-
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
মধুস্মৃতি
-
রক্তাক্ত প্রান্তরে
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম
-
শওকত ওসমান – নেকড়ে অরণ্য (উপন্যাস)
-
সৈয়দ শামসুল হক – নিষিদ্ধ লোবান (উপন্যাস)
-
হারুন হাবীব – প্রিয়যোদ্ধা প্রিয়তম (১৯৮২, উপন্যাস), যেখানে বাংলাদেশ ও যুগোস্লাভিয়ার মুক্তিসংগ্রামকে অভিন্ন অনুভূতি ও বিশ্বাসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
’গীতাঞ্জলি’ কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
নাট্যগ্রন্থ
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
উপন্যাস
গীতাঞ্জলি:
-
গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
-
বাংলা গীতাঞ্জলি (রচনাকাল: ১৯০৮–১৯০৯) কাব্যের ইংরেজি অনুবাদ হলো The Song Offerings।
-
ইংরেজি ভাষায় গদ্যে প্রকাশিত এটি রবীন্দ্রনাথের প্রথম সংকলনগ্রন্থ।
-
১৯১২ সালের শেষ দিকে, লন্ডনের ইন্ডিয়া সোসাইটি কর্তৃক প্রথমবার ‘Gitanjali / The Song Offerings’ প্রকাশিত হয়।
-
১৯১৩ সালের ১০ নভেম্বর গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
-
এই স্বীকৃতির ফলে রবীন্দ্রনাথের কবিপ্রতিভা বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে।
-
The Song Offerings গ্রন্থের আন্তরিক ও প্রশস্তিপূর্ণ ভূমিকা লিখেছেন খ্যাতনামা আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস (William Butler Yeats)।
-
ভূমিকার পাশাপাশি তিনি রথেনস্টেইন অঙ্কিত কবির একটি পেন্সিল স্কেচও সংযোজন করেন।
-
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি / The Song Offerings গ্রন্থটি ডব্লিউ. বি. ইয়েটসকে উৎসর্গ করেন।

0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
ধূসর পাণ্ডু লিপি
B
মহাপৃথিবী
C
ঝরা পালক
D
রূপসী বাংলা
জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি ও একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। তাঁর মা কুসুমকুমারী দাশ নিজেও ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো ঝরা পালক।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
তাঁর রচিত উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ
-
কবিতার কথা

0
Updated: 3 weeks ago
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
Created: 2 months ago
A
এজরা পাউন্ড
B
টি.এস.এলিয়ট
C
ডব্লিউ. বি. ইয়েটস
D
কীটস
গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫৭টি গানের একটি সংকলন।
-
এই গানগুলো তিনি মূলত ১৯০৮ ও ১৯০৯ সালে লিখেছিলেন এবং ১৯১০ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
১৯১২ সালে, তিনি নিজেই এই গানের ইংরেজি অনুবাদ করেন, যার নাম ছিল Song Offerings (অর্থাৎ ‘গীতার্ঘ্য’ বা ‘গান উৎসর্গ’)।
-
এই ইংরেজি সংস্করণের ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস্।
-
ইংরেজি অনুবাদটি তিনি কিছুটা সম্পাদনাও করেন।
-
এই গ্রন্থের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন প্রথম এশীয়, যিনি সাহিত্যে নোবেল পান।
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর বহু সুন্দর কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), ব্রিটানিকা, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago