'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে?
A
লালন শাহ্
B
হাসন রাজা
C
পাগলা কানাই
D
রাধারমণ দত্ত
উত্তরের বিবরণ
লালন শাহ্ (১৭৭২–১৮৯০) ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু এবং বাউল গানের সর্বাধিক খ্যাতিমান রচয়িতা ও গায়ক।
তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কিছু মত অনুযায়ী তাঁর জন্ম কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে।
লালন কখনো জাতিভেদ মেনে চলেননি। তাই তার গানে আমরা পাই এই ধরনের বাণী:
“সব লোকে কয় লালন কি জাত সংসারে / লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।”
তার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান হলো:
-
‘খাঁচার ভিতর অচিন পাখি’
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘আমার ঘরের চাবি পরের হাতে’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
‘মহাকীর্তি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মহতী যে কীর্তি
B
মহা যে কীর্তি
C
মহান যে কীর্তি
D
মহান কীর্তি যার
মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।

0
Updated: 1 month ago
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ভূমিপুত্র
B
মাটির জাহাজ
C
কাঁটাতারে প্রজাপতি
D
চিলেকোঠার সেপাই
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরণ: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের পূর্ববর্তী সময়, ঊনসত্তরের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
মূল বিষয়: উপন্যাসে ওসমানের চরিত্রের মাধ্যমে দেখা যায়, কীভাবে স্বাধীনতার লক্ষ্যে একটি বড় আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। এখানে ইতিবাচক রাজনীতির প্রভাব ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রাথমিক রূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
একাদশে বৃহস্পতি কী?
Created: 1 month ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
একাদশে বৃহস্পতি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।

0
Updated: 1 month ago